• আজ বৃহস্পতিবার
    • ১৯শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ৩রা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৫ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

    দাম্ভিকতাই শেখ হাসিনার পতনের কারণ: গোলাম পরওয়ার

    দাম্ভিকতাই শেখ হাসিনার পতনের কারণ: গোলাম পরওয়ার

    গাজীপুর টিভি ডেস্ক | ০৫ ফেব্রুয়ারি ২০২৫ | ৩:১৪ অপরাহ্ণ

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দাম্ভিকতার জন্য তাঁর পতন হয়েছে বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জুলাই ২০২৪ বিপ্লবের শহীদ গ্রন্থের মোড়ক উন্মোচনী অনুষ্ঠানের উদ্বোধনী বক্তৃতায় এসব কথা বলেন।

    তিনি বলেন, জুলাই আন্দোলনে হেলিকপ্টার থেকে গুলি, মৃত মানুষকে পুড়িয়ে মারাসহ নানা অত্যাচারে-নির্যাতনে আল্লাহর আরশ কেঁপেছে, মানুষের মন কেঁদেছে কিন্তু শেখ হাসিনার হৃদয় কাঁপেনি। বরং আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্রদেরকে রাজাকার বলে শেখ হাসিনা যে দাম্ভিকতা দেখিয়েছেন, সেটিই তার পতনের কারণ হয়েছে।

    জামায়াতের এই সেক্রেটারি জেনারেল আরও বলেন, জুলাই আন্দোলনের শহীদরা কোন দলের নয়, তারা জাতীয় সম্পদ, জাতীয় বীর।

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেকের সভাপতিত্বে এবং খুলনা মহানগর সেক্রেটারি এড. শেখ জাহাঙ্গীর হুসাইন হেলালের সঞ্চালনায় এসময় বক্তৃতা করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, বাগেরহাট জেলা জামায়াতের আমীর মাওলানা রেজাউল করিম, খুলনা জেলা জামায়াতের আমীর মাওলানা ইমরান হোসাইন, খুবির ছাত্র প্রতিনিধি তাসনিহ আহমেদসহ প্রমুখ।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১