- আজ শনিবার
- ২২শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
- ৫ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ৪ঠা শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৮ ফেব্রুয়ারি ২০২৫ | ২:০৯ অপরাহ্ণ
কক্সবাজারের সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমানকে ইয়াবাসহ গ্রেপ্তার করার দাবি করেছে কোস্ট গার্ড।
শনিবার (৮ ফেব্রুয়ারি) ভোররাতে দ্বীপের পশ্চিম পাড়ার চেয়ারম্যানের বাড়িতে অভিযান চালিয়ে ১২ হাজার ২৭৪ ইয়াবাসহ তাঁকে গ্রেপ্তার করা হয়। কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মুজিবুর রহমান নিজ বাড়িতে বিপুল মাদকদ্রব্য (ইয়াবা) পাচারের জন্য মজুত রেখেছে এমন তথ্যের ভিত্তিতে অভিযানে যায় তারা। অভিযানের খবর পেয়ে বাড়ি থেকে পালানোর চেষ্টা করলে কোস্টগার্ড সদস্যরা তাঁকে গ্রেপ্তার করে। পরে বাড়ি তল্লাশি করে একটি বস্তার ভেতরে মোড়ানো ১২ হাজার ২৭৪ ইয়াবা জব্দ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তারকৃত চেয়ারম্যান মুজিবুর রহমানকে টেকনাফ থানায় সোপর্দ করেছে কোস্টগার্ড। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনের মামলা করা হয়েছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |