• আজ রবিবার
    • ২৯শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৩ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৫ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

    উন্মোচন করা হলো বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফির জার্সি

    উন্মোচন করা হলো বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফির জার্সি

    গাজীপুর টিভি ডেস্ক | ১৭ ফেব্রুয়ারি ২০২৫ | ২:২৭ অপরাহ্ণ

    টাইগারদের চ্যাম্পিয়নস ট্রফির জার্সি উন্মোচন করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১ মিনিট ১২ সেকেন্ডের টিজারে ফুটিয়ে তোলা হয়েছে বাংলাদেশ দলের নতুন এই জার্সি।

    চিরায়িত লাল-সবুজের সঙ্গে সোনালি আভায় ঠাঁই পেয়েছে বাঘের উপস্থিতি। ছোট্ট টিজারে নতুন জার্সি গায়ে ফ্রেমবন্দী হয়েছেন শান্ত-মিরাজসহ দলের ১৫ ক্রিকেটার।

    রবিবার (১৬ ফেব্রুয়ারি) নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে এক টিজারের মাধ্যমে চ্যাম্পিয়নস ট্রফির জার্সি উন্মোচন করে বিসিবি। মাহমুদউল্লাহ রিয়াদ-নাজমুল হোসেন শান্তরা যে জার্সি গায়ে জড়িয়ে চ্যাম্পিয়নস ট্রফি খেলবেন; এরই মধ্যে সেটা দর্শকদের নজর কেড়েছে। সোশ্যাল মিডিয়ায় প্রশংসাও কুড়াচ্ছে।

    জার্সির পুরোটাই লাল সবুজ, এমন কনসেপ্ট থেকে বেরিয়ে এসেছে বিসিবি। পতাকার লাল-সবুজের মিশেল যেমন আছে, তৃতীয় রঙ হিসেবে ব্যবহার করা হয়েছে সোনালী রঙ।

    সাধারণত ওয়ানডে ম্যাচে একটু ডার্ক কালার ব্যবহার করে বিসিবি। এবারও তার ব্যতিক্রম হয়নি। গাঢ় সবুজ জার্সিতে আলাদা করে নজর করেছে বাঘের ছোঁয়া।

    বাংলাদেশ দলের জার্সি খেলাপাগল মানুষের আবেগের জায়গা। যেকোনো টুর্নামেন্টের জার্সি তাদের সংগ্রহে থাকা চাই-ই চাই। সেই জার্সি গায়েই তারা খেলা দেখেন, গলা ফাঁটান; এবারও নিশ্চয়ই ব্যতিক্রম হবে না

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১