• আজ সোমবার
    • ২৩শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ৭ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১০ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

    এ মাসেই প্রাথমিকের শিক্ষার্থীরা বই পেয়ে যাবে: গণশিক্ষা উপদেষ্টা

    এ মাসেই প্রাথমিকের শিক্ষার্থীরা বই পেয়ে যাবে: গণশিক্ষা উপদেষ্টা

    গাজীপুর টিভি ডেস্ক | ১৭ ফেব্রুয়ারি ২০২৫ | ৬:৫৭ অপরাহ্ণ

    প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ফেব্রুয়ারি মাসের মধ্যেই প্রাইমারি স্কুলের শিক্ষার্থীরা বই পেয়ে যাবে। সোমবার গাজীপুরের শ্রীপুরে এক কনফারেন্স উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
    উপদেষ্টা বলেন, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে রবিবার পর্যন্ত খবর হলো, ক্লাস থ্রি পর্যন্ত বইগুলো ৮৫ শতাংশের বেশি মাঠে চলে গেছে। আর আমাদের ৪র্থ ও ৫ম ক্লাসের বই যেখানে আমরা পিছিয়ে ছিলাম সেক্ষেত্রেও ৮৪ শতাংশ বই মাঠে চলে গেছে। আশা করি, ফেব্রুয়ারি মাসের মধ্যে প্রাইমারির বইগুলো ওেপয়ে যাবে।

    প্রাইমারিতে শিক্ষার মান উন্নয়নে তিনি বলেন, আমাদের দেশে একজন মানুষ তার সন্তানকে কোথায় পড়াবেন সেটা তার নিজের বিষয়। সুতরাং কেউ যদি মনে করেন কিন্ডারগার্টেনে গেলে বাচ্চার ভালো পড়াশোনা হবে সেটা তার ব্যাপার। কিন্তু আমাদের দায়িত্ব হচ্ছে দুটা। প্রথমত প্রাইমারি শিক্ষার মান যাতে বাড়ে সেই চেষ্টা করা। আর যেসব জায়গাতে প্রাইমারি স্কুল ভালো সেখানে কিন্তু লোকজন ভর্তি করানোর জন্য ভিড় করে। দুই নম্বর হচ্ছে আমরা দেখবো, যেসব কিন্ডারগার্টেন চলে তারা ওেযন আমাদের কারিকুলাম ফলো করে।

    অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে মহাপরিচালক ড. মো. আব্দুল হাকিমের সভাপতিত্বে রিডিং কনফারেন্সে আরও বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত মহাপরিচালক (পিইডিপি-৪) মোহাম্মদ আতিকুর রহমান, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ) পরিচালক জিয়া আহমেদ সুমন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক হোসনে আরা বেগম, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক ড. মোহাম্মদ আতাউল গনি, রুম টু রিড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রাখী সরকার প্রমুখ।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১