- আজ বুধবার
- ২৬শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
- ৯ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ৮ই শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৮ ফেব্রুয়ারি ২০২৫ | ৩:১২ অপরাহ্ণ
লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েলী সামরিক বাহিনী। সেনা প্রত্যাহারের সময়সীমার আগেই লেবাননের দক্ষিণাঞ্চলে এই হামলা চালাল ইসরায়েল। মঙ্গলবার পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। খবর আনাদোলু এজেন্সির।
এদিকে ইসরায়েলি যুদ্ধবিমান সোমবার রাতে লেবাননের জেজিন জেলার তাইর হারফা এবং আইচিয়েহিন গ্রামে বিমান হামলা চালিয়েছে, পাশাপাশি মারজায়ুন জেলার সীমান্ত শহর ওদাইসেহে দুটি বিস্ফোরণ ঘটিয়েছে। মূলত এলাকা ছেড়ে যাওয়ার ঠিক আগে দক্ষিণ লেবাননের যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত রেখেছে ইসরায়েল।
লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, ইসরায়েলি বিমান বাহিনী জেজিনের আইচিয়েহিনে লাহেদ ব্রিজ এবং মাহমুদিয়েহের মধ্যে লিতানি নদীর গতিপথ লক্ষ্য করে দুটি হামলা চালায়। ইসরায়েলি বিমানগুলো দক্ষিণাঞ্চলীয় টাইরে জেলার টায়ের হারফার উপকণ্ঠে আইন ইজ জারকা এলাকায়ও হামলা করেছে।
সংস্থাটি আরও বলেছে, ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের মারজায়ুন জেলার ওদাইসে দুটি বিস্ফোরণ ঘটায়।