- আজ মঙ্গলবার
- ১৩ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
- ২৭শে মে ২০২৫ খ্রিস্টাব্দ
- ২৬শে জিলকদ ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২২ ফেব্রুয়ারি ২০২৫ | ৫:৫১ অপরাহ্ণ
বলিউড অভিনেত্রী নারগিস ফাখরি বিয়ে করেছেন। তবে, তার বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে আরও সপ্তাহখানেক আগে! শোনা যাচ্ছে, আমেরিকার এক ব্যবসায়ীকে বিয়ে করেছেন নারগিস; বর্তমানে স্বামীকে নিয়ে হানিমুন উদযাপনে ব্যস্ত তিনি।
বলিউড তারকাদের বিয়ে মানেই প্রচুর ঢাক-ঢোল পিটিয়ে আয়োজন। একাধিক অনুষ্ঠানসহ থাকে নানা জাঁকজমক আয়োজনের, বিয়ে বাড়িতে বসে তারার হাঁট। কিন্তু নারগিসের ক্ষেত্রে ভিন্নতা দেখা গেল। বিয়ে তো হয়েছেই, এর ওপর তার খবর প্রকাশ্যেই আসল সপ্তাহখানেকের মাথায়। এ নিয়ে অবশ্য চর্চা হচ্ছে বিস্তর।
ভারতীয় গণমাধ্যমের খবর, আমেরিকান ব্যবসায়ী টোনি বাগকে বিয়ে করেছেন নারগিস। ক্যালিফোর্নিয়ার বেভারি হিলসের একটি বিলাসবহুল হোটেলে বসে তাদের বিয়ের আসর। খুবই ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনের উপস্থিতিতে বিয়ে সারেন তারা।
এদিকে নারগিস তার ইনস্টাগ্রামে সুইজারল্যান্ড থেকে হানিমুনের ছবি শেয়ার করেছেন এবং টনির পোস্ট করা স্টোরিগুলোও শেয়ার করেছেন। এতে নিশ্চিত হওয়া যায়, তারা একসঙ্গেই রয়েছেন এবং একান্ত সময় কাটাচ্ছেন।