- আজ বৃহস্পতিবার
- ৪ঠা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ১৭ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৬ই শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০১ মার্চ ২০২৫ | ১:০৬ অপরাহ্ণ
আত্মপ্রকাশ হওয়া নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিতে ৫ বিভাগের ৩২ জেলার দায়িত্ব পেয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন সারজিস আলম।
তিনি বলেন, ‘রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, আংশিক ঢাকা বিভাগ (ঢাকা মহানগর উত্তর, গাজীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, কিশোরগঞ্জ) এই ৩২ জেলার পথে প্রান্তরে খুব দ্রুত ছাত্র জনতার সাথে দেখা হবে, ইনশাআল্লাহ।’
সারজিস আলম বলেন, ‘আমার দিনে এনে দিনে খাওয়া শ্রমজীবী ভাইয়ের কথা শুনতে চাই, স্কুলে পড়ুয়া আগামীর বাংলাদেশের পরবর্তী প্রজন্মের কথা শুনতে চাই, পরিবারের জন্য নিজের অনেক স্বপ্ন বিসর্জন দেওয়া বোনদের কথা শুনতে চাই, শক্ত করে সংসারের হাল ধরে রাখা মায়েদের কথা শুনতে চাই।’
দলটির এই মুখ্য সংগঠক বলেন, পরম সৌভাগ্যে পাওয়া আমানতস্বরুপ এই সুযোগটাকে কাজে লাগাতে চাই। জীবনের বিনিময়ে হলেও মানুষ আর দেশের জন্য কিছু করে যেতে চাই।