• আজ রবিবার
    • ২৯শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৩ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৫ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

    ১৮ বছর পর একসাথে শাহিদ-কারিনা!

    ১৮ বছর পর একসাথে শাহিদ-কারিনা!

    গাজীপুর টিভি ডেস্ক | ০৯ মার্চ ২০২৫ | ১:৩৭ অপরাহ্ণ

    শাহিদ কাপুর আর কারিনা কাপুরের প্রেম নিয়ে বেশ চর্চা ছিল বলিউডে। ইমতিয়াজ আলির ‘জাব উই মেট’ ছবির শুটিং চলাকালীন সময়ে তাদের বিচ্ছেদ হয়ে যায়। সালটা তখন ২০০৭। তাদের প্রেম ভাঙার খবরে তোলপাড় বলিউড! কারণ তার ঠিক মাসখানেক আগেই এই জুটির ঘনিষ্ঠ মুহূর্ত ভাইরাল হয়ে পড়েছিল। শাহিদ-কারিনার একে-অপরের ঠোঁটে ঠোঁট রাখার মুহূর্ত দেখে অনেকেই চোখ ঢেকেছিল। তার পরই ব্রেকআপ! কথা বলা তো দূরে, মুখ দেখাদেখি পর্যন্ত বন্ধ ছিল তাদের দুজনের। এর পর কেটে গেছে ১৮ বছর। যে যার সংসারে নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছেন।

    এবার সেই পুরনো ‘ক্ষত’, মান-অভিমানের বরফ গলিয়ে প্রকাশ্যেই প্রাক্তন প্রেমিক শাহিদকে বুকে টেনে নিলেন কারিনা কাপুর। যে বিরল মুহূর্ত ক্যামেরাবন্দি করার সুযোগ হাতছাড়া করেননি পাপারাজ্জিরা। একসময় যে প্রেম বলিউডে হইচই ফেলে দিয়েছিল, যে চুম্বন ছড়িয়ে পড়েছিল দাবানলের মতো, তা আজ শুধুই নস্ট্যালজিয়া! শুধুই পড়ে ছিল পুরনো ক্ষত, পুরনো ব্যথা। বলিউডের আর পাঁচজন তারকাযুগল বিচ্ছেদের পথে হাঁটলেও প্রাক্তনের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখেন। সেই তালিকায় আমির-কিরণ, হৃতিক-সুজানের পাশাপাশি আরও অনেকেই রয়েছেন।

    তবে শাহিদ কাপুর এবং করিনা কাপুর কিন্তু এ যাবৎকাল সেই পথে হাঁটেননি। বিচ্ছেদের পর একে-অপরের সঙ্গে কথা বলা তো দূর, মুখ দেখাদেখিও বন্ধ ছিল তাদের মধ্যে। বরং একে-অপরকে এড়িয়েই চলতেন এতদিন শাহিদ-কারিনা।

    তবে এবার প্রাক্তন প্রেমিকার সঙ্গে তিক্ততা মিটিয়ে ‘জাব উই মেট’ মুহূর্ত উপহার দিলেন ‘আদিত্য’ শাহিদ কাপুর।

    সম্প্রতি জয়পুরে আইফা পুরস্কারের লাল গালিচায় প্রাক্তন বলিউড জুটি শাহিদ-কারিনাকে একসঙ্গে দেখা গেছে হাসিখুশি মেজাজে। উপস্থিত অতিথি, তারকা এবং সাংবাদিকদের সামনেই প্রাক্তন প্রেমিককে জড়িয়ে ধরলেন কারিনা। আসলে মঞ্চে বিশেষ অতিথিদের সম্মান জানাতেই উঠেছিলেন শাহিদ-কারিনা।

    তার ফাঁকেই প্রাক্তনের সঙ্গে হাসিমুখে কথা বলে জড়িয়ে ধরলেন কারিনা। সেই মুহূর্ত এখন নেটপাড়ায় ভাইরাল। এদিকে ‘গীত-আদিত্য’কে দেখে খুশি অনুরাগীরাও।

    ‘জাব উই মেট’ ছবির শুটিং চলাকালীন সময়ে তাদের ব্রেকআপ হলেও ছবিতে তার কোনও প্রভাব পড়েনি। ছবি বক্স অফিসে তুমুল সাফল্য পায়।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১