• আজ শুক্রবার
    • ২১শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
    • ৪ঠা এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৩রা শাওয়াল ১৪৪৬ হিজরি

    মাগুরার আছিয়ার জন্য বিচার চাইলেন শাকিব

    মাগুরার আছিয়ার জন্য বিচার চাইলেন শাকিব

    গাজীপুর টিভি ডেস্ক | ০৯ মার্চ ২০২৫ | ৪:২২ অপরাহ্ণ

    মাগুরায় বড় বোনের বাড়িতে বেড়াতে এসে বোনের শ্বশুরের দ্বারা ধর্ষণের শিকার হয় ৮ বছরের শিশু (আছিয়া)। শিশুটির অবস্থা এখনো চরম সংকটাপন্ন। এ ঘটনায় দেশজুড়ে ক্ষোভ বিরাজ করছে। ঘটনায় জড়িতদের উপযুক্ত শাস্তি চেয়ে সাধারণ মানুষ নেমে পড়েছে রাস্তায়, বিভিন্ন স্থানে চলছে বিক্ষোভ, প্রতিবাদ। সঙ্গে নিন্দার ঝড় বইছে ইন্টারনেটেও।

    সাধারণ মানুষ বিচার চাইলেও এই ঘটনায় সেভাবে প্রতিবাদ জানাতে সরব দেখা যায়নি শোবিজের কাউকে। তবে ঘটনার প্রতিবাদ জানিয়ে সোচ্চার হতে দেখা গেছে ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খানকে। শুধু প্রতিবাদই জানান নি, সেই শিশুর জন্য বিচারও চাইলেন এই নায়ক।

    জানা গেছে, ঘটনাটি আট-দশজন নাগরিকের মতোই আহত করেছে শাকিব খানকে। এর পর এই নায়ক আছিয়ার জন্য বিচার চেয়ে তার ফেরিফায়েড ফেসবুকে লেখেন, ‘জাস্টিস ফর আছিয়া, উই ওয়ান্ট জাস্টিস।’

    শাকিব খানের কাছ থেকে এমন প্রতিবাদ পেয়ে অনুরাগীরাও বেশ খুশি। তবে দেশে এ ধরনের ঘটনার দ্রুত বিচার বাস্তবায়ন নিয়ে প্রশ্নও তোলেন অনেকে।

    শাকিবের মন্তব্য ঘরে তার অনুরাগীদের অধিকাংশই এ ঘটনার দ্রুত বিচার দাবি করেন; সঙ্গে কঠোর ভাষায় প্রতিবাদও জানান।
    প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (৬ মার্চ) বোনের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে আট বছরের সেই শিশু। মাগুরা শহরের নিজনান্দুয়ালী চরপড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির বড় বোনের শ্বশুর হিটু শেখকে (৫০) আটক করেছে পুলিশ। এরপর শনিবার শিশুটির মা থানায় মামলা করেন; সেখানে শিশুটির বোনের স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ভাসুরকে আসামি করা হয়।

    এদিকে গত শনিবার (৮ মার্চ) শিশুটিকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়।

    অন্যদিকে এই মামলার বিচার ১৮০ দিনের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালকে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০