• আজ শুক্রবার
    • ২১শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
    • ৪ঠা এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৩রা শাওয়াল ১৪৪৬ হিজরি

    চ্যাম্পিয়নস লিগে টেবিলের শীর্ষ থাকা লিভারপুলের বিদায়

    চ্যাম্পিয়নস লিগে টেবিলের শীর্ষ থাকা লিভারপুলের বিদায়

    গাজীপুর টিভি ডেস্ক | ১২ মার্চ ২০২৫ | ৩:৪২ অপরাহ্ণ

    রপুল চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে ৮ ম্যাচের ৭টিতে জিতে সবার আগে নকআউট নিশ্চিত করা লিভারপুল তখন মৌসুম শেষে চার শিরোপার হিসেব কষছে। চ্যাম্পিয়নস লিগ তো বটেই, সঙ্গে প্রিমিয়ার লিগেরও পয়েন্ট টেবিলের শীর্ষে আর্নে স্লটের দল। সেই সঙ্গে এফএ কাপ আর লিগ কাপেও তখন ফেবারিট ছিল অলরেডরা। কিন্তু মুদ্রার উল্টো পিঠ যে তখনো দেখতে হবে সেটা একবারের জন্য ভাবেনি দলটি।

    মার্চের মাঝামাঝি আসার আগেই সে হিসেব-নিকেষ ফিকে হয়ে গেছে লিভারপুলের। ফেব্রুয়ারিতে দ্বিতীয় সারির দল প্লিমাউথ আর্গাইলের কাছে হেরে এফএ কাপের চতুর্থ রাউন্ড থেকে বাদ পড়ে লিভারপুল। আর মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ফিরতি লেগে পিএসজির কাছে ট্রাইব্রেকারে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে অলরেডদের বিদায় ঘণ্টা বেজে গেছে।

    জানুয়ারি পর্যন্ত দাপট দেখানো দলটা মার্চ আসতে না আসতেই দুই টুর্নামেন্ট থেকে বিদায় লিভারপুলের। যদিও বাকি দুটি শিরোপার দৌড়ে ভালোভাবেই টিকে আছে স্লটের দল। প্রিমিয়ার লিগে ২৯ ম্যাচ শেষে দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের (২৮ ম্যাচে ৫৫ পয়েন্ট) চেয়ে ১৫ পয়েন্ট এগিয়ে এখনো শীর্ষেই আছে লিভারপুল (৭০ পয়েন্ট)। আর আগামী সপ্তাহে লিগ কাপের ফাইনালে নিউক্যাসলের মুখোমুখি হবে অলরেডরা। তবে গত কয়েকদিনে মাঠের পারফরম্যান্সে যে দুরবস্থা, তাতে লিভারপুল এ দুই শিরোপার দুটিই জিততে পারবে কি না, সেটাও সন্দেহ!

    গতকালের ম্যাচটার কথাই ধরা যাক। আগের সপ্তাহে পিএসজির মাঠে খুব একটা ভালো না খেললেও ভাগ্যগুণে ১-০ ব্যবধানের জয় পেয়েছিল লিভারপুল। কোয়ার্টার ফাইনালে উঠতে ফিরতি লেগে ঘরের মাঠে গতকাল শুধু ড্র করলেও চলত মোহাম্মদ সালাহ-দারউইন নুনিয়েসেদের। কিন্তু ড্র করা তো দূরে থাক, উসমান দেম্বেলের একমাত্র গোলে নির্ধারিত সময়ে ১-০ ব্যবধানে হেরে বসে অলরেডরা।

    তাতে দুই লেগ মিলিয়ে স্কোরলাইন দাঁড়ায় ১-১। ফল নির্ধারণে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। কিন্তু সেখানেও গোল না হওয়ায় ম্যাচ যায় টাইব্রেকারে। কিন্তু ভাগ্য নির্ধারণী টাইব্রেকারে ৪-১ ব্যবধানে হেরে বসেছে ইংলিশ ক্লাবটি। আলিসন বেকার যেখানে একটি শটও ঠেকাতে পারেননি, সেখানে দারউইন নুনিয়েস আর কার্টিস জোনসের শট ঠেকিয়ে নায়ক বনে যান পিএসজি গোলকিপার দোন্নারুম্মা।

    দোন্নারুম্মার বীরত্বেই নিশ্চিত হয়ে যায়, চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোতেই যাত্রা থেমে যাচ্ছে লিভারপুলের। ইউরোপীয় মেজর প্রতিযোগিতায় নকআউটে প্রথম লেগে অ্যাওয়ে ম্যাচ জেতার পরও এই প্রথম ঘরের মাঠে দ্বিতীয় লেগে হেরে বিদায় নিল অলরেডরা।

    চ্যাম্পিয়নস লিগে গতকালের ম্যাচের ফল:

    বার্সেলোনা ৩-১ বেনফিকা (দুই লেগ মিলিয়ে ৪-১ গোলে জয়ী বার্সা)

    লেভারকুসেন ০-২ বায়ার্ন (দুই লেগ মিলিয়ে ৫-০ গোলে জয়ী বায়ার্ন)

    ইন্তের মিলান ২-১ ফেইনুর্দ (দুই লেগ মিলিয়ে ৪-১ গোলে জয়ী ইন্তের)

    লিভারপুল ০-১ পিএসজি (দুই লেগ মিলিয়ে ১-১ সমতা, টাইব্রেকারে ৪-১ ব্যবধানে জিতেছে পিএসজি)

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০