• আজ মঙ্গলবার
    • ৬ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২০শে মে ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৯শে জিলকদ ১৪৪৬ হিজরি

    যমুনায় যেতে শিক্ষকদের বাধা, পুলিশের জলকামান-লাঠিচার্জে আহত ৫

    যমুনায় যেতে শিক্ষকদের বাধা, পুলিশের জলকামান-লাঠিচার্জে আহত ৫

    গাজীপুর টিভি ডেস্ক | ১২ মার্চ ২০২৫ | ৪:০৮ অপরাহ্ণ

    জাতীয়করণের দাবিতে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার সময় পুলিশের বাধার মুখে পড়েছেন। এ সময় তাঁদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জের পাশাপাশি জলকামান ব্যবহার করে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। বুধবার (১২ মার্চ) দুপুর দেড়টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে।

    ‘বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির’ ব্যানারে জাতীয় প্রেসক্লাবের সামনে কর্মসূচি শুরু করেন শিক্ষকরা। দীর্ঘদিন ধরে দাবি আদায়ের বিষয়ে ন্যূনতম আশ্বাস না পাওয়ায় আজ দুপুরের দিকে তারা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাচ্ছিলেন। কিন্তু আগে থেকেই কদম ফোয়ারা মোড়ে সতর্ক অবস্থায় ছিল পুলিশ। বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের মিছিলটি কদম ফোয়ারা কাছাকাছি গেলে পুলিশ তাদের বাধা দেয়। প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এতজন একসঙ্গে না গিয়ে কয়েকজন প্রতিনিধি সেখানে যেতে পারবেন বলে জানায় পুলিশ। পরে বাধা উপেক্ষা করে তারা সামনের দিকে যেতে চাইলে পুলিশ তাদের ওপর জলকামান নিক্ষেপ করে। তবুও তাঁদের নিভৃত করতে না পেরে পুলিশ বাধ্য হয়ে লাঠিচার্জ করে। এ সময় অন্তত বেসরকারি প্রাথমিক বিদ্যালযয়ের পাঁচজন শিক্ষক আহত হয়েছেন বলে জানা গেছে।

    সংগঠনটির সাধারণ সম্পাদক মো. ফিরোজ উদ্দিন বলেন, ২০১৫ সাল থেকে আমরা জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে ২০১৮ সালে ১৮ দিন, ২০১৯ সালে ৫৬ দিন, ২০২৪ সালে ১০ ও ১১ সেপ্টেম্বর এবং সর্বশেষ ২০২৫ সালের ২৫ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত আন্দোলন কর্মসূচি পালন করেছি। ২৫ থেকে ২৭ জানুয়ারি আন্দোলনের ফলে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে একটি চিঠি মন্ত্রণালয়ের ইস্যু করা হয়। এই চিঠি দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানাচ্ছি।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১