• আজ সোমবার
    • ২৩শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ৭ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১০ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

    গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ

    গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ

    গাজীপুর টিভি ডেস্ক | ১৮ মার্চ ২০২৫ | ৪:১০ অপরাহ্ণ

    বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি কারখানার শ্রমিকেরা। গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় কর্মরত শ্রমিকদের অভিযোগ, বকেয়া বেতন না পাওয়ায় তারা চরম সংকটে রয়েছেন। বেতন না থাকায় ঘরভাড়া পরিশোধ করতে পারছেন না, বাড়িওয়ালারা ভাড়া দিতে চাপ দিচ্ছেন। এ ছাড়া, দোকানদাররাও বাকিতে কোনো পণ্য দিচ্ছেন না।

    এ ঘটনায় মঙ্গলবার সকালে প্রায় আধা ঘণ্টা বন্ধ ছিল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে আইনশৃঙ্খলা বাহিনী।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফেব্রুয়ারি বকেয়া বেতনের দাবিতে সকাল ৮টার দিকে ফুয়াং ফুড লিমিটেডের শ্রমিকেরা কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন। পরে সকাল ৯টার দিকে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নেমে এসে অবরোধ সৃষ্টি করেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

    পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীর টহল দল, শিল্প পুলিশ ও জয়দেবপুর থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। প্রায় ৩০ মিনিট পর যান চলাচল স্বাভাবিক হয়। অবরোধ প্রত্যাহারের পর শ্রমিকেরা কারখানার ভেতরে অবস্থান নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কারখানার সামনে অতিরিক্ত শিল্প পুলিশ মোতায়েন রয়েছে।

    কারখানায় কর্মরত শ্রমিকদের অভিযোগ, বকেয়া বেতন না পাওয়ায় তারা চরম সংকটে রয়েছেন। বেতন না থাকায় ঘরভাড়া পরিশোধ করতে পারছেন না, বাড়িওয়ালারা ভাড়া দিতে চাপ দিচ্ছেন। এ ছাড়া, দোকানদাররাও বাকিতে কোনো পণ্য দিচ্ছেন না। ১০-১৫ বছর চাকরির পর অবসর নিলে কোনো ক্ষতিপূরণ বা প্রাপ্য সুবিধা দেওয়া হয় না। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন শ্রমিকেরা।

    গাজীপুর-২ শিল্প পুলিশের শ্রীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ খান জানান, ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা প্রায় ৩০ মিনিট মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ হস্তক্ষেপে শ্রমিকদের সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আগামীকাল বুধবার বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দেওয়া হয়েছে বলে জানান তিনি।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১