- আজ বুধবার
- ৩১শে বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ১৪ই মে ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৪ই জিলকদ ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৪ মে ২০২৫ | ৪:২৮ অপরাহ্ণ
সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের (২৫) নিজ গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন করা হবে। এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করেছে তার স্বজনরা। তিনি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের সড়াতৈল গ্রামের ফরহাদ সরদারের ছেলে।
বুধবার (১৪ মে) দুপুর ৩ টার দিকে নিহত সাম্যের চাচা ডা. কাউসার আলম এ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ময়নাতদন্তের পর মরদেহ হস্তান্তর করেছে পুলিশ। বাদ যোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা থেকে মরদেহ নিয়ে স্বজনরা গ্রামের বাড়ির উদ্দ্যেশ্যে রওনা দিয়েছেন। বাদ এশা (এশার নামাজের পর) দ্বিতীয় নামাজে জানাজা শেষ করে সড়াতৈল জান্নাতুল বাকী কবরস্থানে সমাহিত করা হবে।
শাহরিয়ার আলম সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন।
এই হত্যার বিচারের দাবি জানিয়ে স্থানীয় আবুল হোসেন বলেন, এই গ্রামে এমন ঘটনা আগে কখনো ঘটেনি। নিহতের পরিবার, আত্নীয় স্বজন ও প্রতিবেশীরা শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছেন। শুধু তাই না, সাম্যের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এদিকে সাম্যের হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে সিরাজগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল।