• আজ রবিবার
    • ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৮ই মে ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৮ই জিলকদ ১৪৪৬ হিজরি

    রাষ্ট্র সংস্কারের জন্য সর্বোচ্চ ছাড় দিতে রাজি জামায়াত: তাহের

    রাষ্ট্র সংস্কারের জন্য সর্বোচ্চ ছাড় দিতে রাজি জামায়াত: তাহের

    গাজীপুর টিভি ডেস্ক | ১৮ মে ২০২৫ | ৫:১৪ অপরাহ্ণ

    রাষ্ট্র সংস্কারের প্রয়োজনে জামায়াতে ইসলামী সর্বোচ্চ ছাড় দিতে প্রস্তুত বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। রোববার (১৮ মে) জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে জামায়াতের বৈঠকে সূচনা বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

    ডা. তাহের বলেন, জামায়াতে ইসলামী সংস্কারকে দলীয় নয়, বরং দেশ ও জনগণের স্বার্থে একটি অপরিহার্য উদ্যোগ হিসেবে দেখছে। তাই যেখানে প্রয়োজন, সেখানে আমাদের অবস্থান পুনর্বিবেচনা করে সর্বোচ্চ ছাড় দেয়ার প্রস্তুতি রয়েছে।

    তিনি জানান, শুরুতে যেসব বিষয়ে দলটির একমত ছিল না, পরবর্তীতে আলোচনা-সমালোচনার মাধ্যমে অনেক বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে জামায়াত।

    তিনি আরও বলেন, আমরা বুঝতে পারছি, দেশের স্বার্থে আরও উত্তম কোনো প্রস্তাব থাকলে, সেটি গ্রহণ করাই দায়িত্বশীলতা। আমাদের লক্ষ্য দলীয় নয়, জাতীয় অর্জন।

    বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানান, প্রথম পর্যায়ের সংলাপ আর ২-১ দিনের মধ্যেই শেষ হবে। এরপর শুরু হবে দ্বিতীয় পর্যায়ের আলোচনা। তিনি বলেন, বেশ কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরি হয়েছে, তবে কিছু বিষয়ে এখনো মতভেদ রয়েছে।

    বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার ও ড. ইফতেখারুজ্জামান।

    জামায়াতের পক্ষ থেকে নেতৃত্ব দেন নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। এছাড়া উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সেক্রেটারি এ টি এম মাসুম, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, ড. হামিদুর রহমান আযাদ, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সাইফুল আলম খান মিলন, অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ এবং বিশিষ্ট আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১