• আজ সোমবার
    • ২৩শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ৭ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১০ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

    গাজীপুরে কাঁচাবাজারে ভয়াবহ আগুন

    গাজীপুরে কাঁচাবাজারে ভয়াবহ আগুন

    গাজীপুর টিভি ডেস্ক | ০৭ জুলাই ২০২৫ | ৬:৩১ অপরাহ্ণ

    গাজীপুর মহানগরীর কোনাবাড়ী কাঁচাবাজারে সোমবার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মসলার মার্কেটসহ ১৬টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। প্রাথমিকভাবে ২৫ লাখ টাকার ক্ষতির তথ্য জানা গেলেও, তা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিনিয়ন্ত্রণ কর্মীদের দ্রুত হস্তক্ষেপে প্রায় ৫ কোটি টাকার মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোঃ মামুন।

    তিনি জানান, “কোনাবাড়ী বাজারের একটি মসলার মার্কেটসহ মোট ১৬টি দোকান আগুনে পুড়ে গেছে। তবে আমাদের কার্যকর পদক্ষেপের ফলে বাজারের আরও অনেক অংশ রক্ষা করা সম্ভব হয়েছে। প্রায় ৫ কোটি টাকার সম্পদ আমরা সুরক্ষিত রাখতে পেরেছি।”
    সোমবার ভোর সাড়ে ৫টার দিকে কোনাবাড়ী কাঁচাবাজারে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কোনাবাড়ী ফায়ার স্টেশনের দুটি ইউনিট ও চান্দনা চৌরাস্তা এলাকার দুটি ইউনিট—মোট চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা টানা অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

    কোনাবাড়ি ফায়ার স্টেশনের স্টেশন অফিসার সাইফুল ইসলাম বলেন, “ভোরে আগুন লাগার সঙ্গে সঙ্গেই বাজারজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত ব্যবস্থা নেয়ার ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে। আগুনে ১৬টি দোকান ও মজুত মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে। সৌভাগ্যক্রমে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।”

    তিনি আরও বলেন, “প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছি। তবে তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে। দোকান মালিকদের দাবিকৃত ক্ষতির পরিমাণ দুই কোটি টাকা হলেও বাস্তব চিত্র নিরূপণের জন্য পূর্ণাঙ্গ তদন্ত হবে।”

    ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, অনেক দোকানে সদ্য আনা মাল ছিল, সবই পুড়ে ছাই হয়ে গেছে। এখন কিভাবে ব্যবসায়ীরা ঘুরে দাঁড়াবে, বুঝতে পারছি না।” এই ধরনের হতাশা প্রকাশ করেন অনেক ক্ষতিগ্রস্ত দোকানদার।

    অগ্নিকাণ্ডের ঘটনাটি এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, বাজারে পর্যাপ্ত অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল না, যা আগুন দ্রুত ছড়িয়ে পড়ার অন্যতম কারণ। তাঁরা ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও বাজার পুনর্গঠনের দাবি জানিয়েছেন।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১