- আজ শুক্রবার
- ২৭শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ১১ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৩ই মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১০ জুলাই ২০২৫ | ৭:৩৯ অপরাহ্ণ
টঙ্গীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহফুজুর রহমান (২১) নামে এক গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন। নিহত মাহফুজ বরিশাল সদর উপজেলার হায়াতসার গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে এবং টঙ্গী পূর্ব থানার ব্লু ফ্যাশন গার্মেন্টসে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
ঘটনাটি ঘটে বুধবার (৯ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আব্দুল্লাহপুর ফ্লাইওভারের উপর।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মাহফুজুর রহমান আব্দুল্লাহপুর থেকে টঙ্গী স্টেশন রোডের সংযোগ রাস্তায় পৌঁছালে হঠাৎ অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা তার ওপর হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে ডান পায়ের পেছনে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
দায়িত্বরত ডিএমপি সদস্যরা রক্তাক্ত অবস্থায় মাহফুজকে উদ্ধার করে সিএনজিতে করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়।
ঘটনার পর টঙ্গী পশ্চিম থানার এসআই মোজাম্মেল হক জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের সঙ্গে থাকা ব্যাগটি উদ্ধার করা হয়েছে। ফলে এটি ছিনতাই না অন্য কোনো উদ্দেশ্যে হামলা, তা তদন্তের পর বলা যাবে।
এদিকে ঘটনার পর স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। টঙ্গীর বিআরটি ফ্লাইওভারটি নির্মাণাধীন অবস্থাতেই আংশিকভাবে খুলে দেওয়ায় এটি এখন অপরাধীদের অবাধ বিচরণের এলাকায় পরিণত হয়েছে। অধিকাংশ স্থানে নেই সড়কবাতি, সিসিটিভি ক্যামেরা কিংবা কোন পুলিশ বক্স। ফলে দিন-রাত নির্বিশেষে ছিনতাই ও ছুরিকাঘাতের ঘটনা ঘটে চলেছে।
গত কয়েক মাসে ফ্লাইওভারটিতে একাধিক ছিনতাই ও হত্যার ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে স্থানীয়রা। তারা দ্রুত সেখানে স্থায়ী নিরাপত্তাব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।