• আজ শুক্রবার
    • ২৭শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ১১ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৩ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

    ইসির প্রতীক তালিকায় নতুন ৪৬ চিহ্ন, বাদ শাপলা

    ইসির প্রতীক তালিকায় নতুন ৪৬ চিহ্ন, বাদ শাপলা

    গাজীপুর টিভি ডেস্ক | ১০ জুলাই ২০২৫ | ৭:৩৯ অপরাহ্ণ

    নির্বাচন কমিশনের (ইসি) প্রতীক তালিকায় নতুন করে ৪৬টি প্রতীক যুক্ত করা হচ্ছে, যা নিয়ে মোট প্রতীকের সংখ্যা দাঁড়াবে ১১৫টি। এই নতুন তালিকাটি বর্তমানে আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের জন্য পাঠানো হয়েছে। তবে নতুন এই তালিকায় জাতীয় ফুল শাপলা প্রতীকটি অন্তর্ভুক্ত করা হয়নি। বৃহস্পতিবার (১০ জুলাই) ইসির সংশ্লিষ্ট শাখা এ তথ্য জানিয়েছে।

    ইসি কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কমিটি মোট ১৫০টি প্রতীক চূড়ান্ত করলেও, কমিশন সেখান থেকে কাটছাঁট করে ১১৫টি প্রতীক যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। এই ১১৫টি প্রতীকই আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হয়েছে। আইন মন্ত্রণালয় চাইলে এই তালিকা থেকে কোনো প্রতীক বাতিল বা নতুন প্রতীক যুক্ত করার সুপারিশ করতে পারবে।

    কর্মকর্তারা আরও জানান, দেশে রাজনৈতিক দলের সংখ্যা বাড়ছে এবং নতুন দলগুলোকে নিবন্ধন দেওয়ার প্রক্রিয়াও হাতে নেওয়া হয়েছে। এরই মধ্যে ১৪৭টি নতুন দল নিবন্ধনের জন্য আবেদন করেছে। ভবিষ্যতে দলের সংখ্যা বৃদ্ধি পেলে প্রতীকের সংকট যাতে না হয়, সেজন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে, আইন মন্ত্রণালয়ে নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধনের যে প্রস্তাব পাঠানো হয়েছে, তাতে শাপলা প্রতীকটি রাখা হয়নি।

    বর্তমানে ইসির তফসিলে ৬৯টি প্রতীক রয়েছে। নতুন ৪৬টি প্রতীক যুক্ত হলে মোট প্রতীকের সংখ্যা হবে ১১৫টি। এই প্রতীকের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো: আপেল, আনারস, কোদাল, খাট, টেবিল ঘড়ি, ফ্রিজ, মোড়া, ট্রাক, বক, মোরগ, আম, খেজুর গাছ, টেলিফোন, বাঘ, রকেট, আলমিরা, গরুর গাড়ি, টেলিভিশন, বই, রিকশা, ঈগল, গাভি, ডাব, বটগাছ, লাউ, উদীয়মান সূর্য, গোলাপ ফুল, তবলা, লাঙল, একতারা, ঘণ্টা, তরমুজ, বেগুন, শঙ্খ, কাঁচি, ঘুড়ি, তারা, বাইসাইকেল, সোনালী আঁশ, কবুতর, কলম, ঘোড়া, থালা, বালতি, সেলাই মেশিন, চাকা, দাঁড়িপাল্লা, বেলুন, সোফা, কলস, চার্জার লাইট, দালান, বৈদ্যুতিক পাখা, সিংহ, কলার ছড়ি, চাবি, দেওয়াল ঘড়ি, মই, কাঁঠাল, চিংড়ি, দোয়াত কলম, মগ, স্যুটকেস, হরিণ, কাঁচ-পিরিচ, চেয়ার, দোলনা, মাইক, হাত (পাঞ্জা), কাঁস্তে, চশমা, ধানের শীষ, মোটরগাড়ি (কার), হাতঘড়ি, কেটলি, ছড়ি, নোঙর, মশাল, হাতপাখা, কুমির, ছাতা, নৌকা, ময়ূর, হাঁস, কম্পিউটার, জগ, প্রজাপতি, মাছ, কলা, কুড়াল, জাহাজ, ফুটবল, মাথাল, টিউবওয়েল, ফুলকপি, মিনার, কুলা, টিফিন ক্যারিয়ার, ফুলের টব, মোমবাতি, কুঁড়েঘর, টেবিল, ফুলের মালা, মোবাইল ফোন, হাতি, হাতুড়ি, হারিকেন, হক্কা এবং হেলিকপ্টার।

    ইসি কর্মকর্তারা আরও জানিয়েছেন, বর্তমানে ইসিতে বাংলাদেশ আওয়ামী লীগ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ মোট ৫১টি নিবন্ধিত দল রয়েছে। ১১৫টি প্রতীকের মধ্যে এই ৫১টি প্রতীক নিবন্ধিত দলগুলোর জন্য সংরক্ষিত থাকবে। বাকি প্রতীকগুলো ভবিষ্যতে নিবন্ধিত দল এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য ব্যবহৃত হবে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১