• আজ শুক্রবার
    • ৫ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৮ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৭ই শাওয়াল ১৪৪৬ হিজরি

    দুবাইয়ে বাংলাদেশির জেল

    গাজীপুর টিভি ডেস্ক | ৩০ এপ্রিল ২০২১ | ৭:৪২ অপরাহ্ণ

    টিকটক ভিডিও বানানোর কারণে বাংলাদেশি এক রেস্টুরেন্টকর্মীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন দুবাইয়ের একটি আদালত। সেই সঙ্গে তাকে পাঁচ হাজার দিরহাম জরিমানা করা হয়েছে। তার বিরুদ্ধে দুবাইয়ের জনকল্যাণ আইন ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।

    তবে ৩৪ বছর বয়সী ওই বাংলাদেশির নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। সাজা ভোগ শেষে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলে জানানো হয়েছে। দেশটির পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি ঠিক কী উদ্দেশ্যে ওই ভিডিও বানিয়েছিলেন তা পরিস্কার নয় তাদের কাছে।

    দুবাইয়ের একটি পার্কিং লটে ৩৪ বছর বয়সী ওই বাংলাদেশি গুলির শব্দ এবং মানুষের চেঁচামেচির শব্দ জুড়ে দিয়ে একটি ভিডিও তৈরি করেন। চলতি বছরের জানুয়ারিতে তিনি নিজের টিকটক অ্যাকাউন্টে সেই ভিডিও পোস্ট করলে সেটি ভাইরাল হয়। ভিডিওটি দেখে অনেকে সত্যিকারের গোলাগুলির কথা ভাবেন। তবে পুলিশ তদন্তে নেমে বুঝতে পারে এটি ভুয়া শব্দ।

    সূত্র : গালফ নিউজ ও নিউ আরব নিউজ।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০