• আজ শনিবার
    • ২৮শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ১২ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৫ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

    ব্যবসায়ী সোহাগ হত্যা: ছাত্রদল নেতা রবিনের দায় স্বীকার

    ব্যবসায়ী সোহাগ হত্যা: ছাত্রদল নেতা রবিনের দায় স্বীকার

    গাজীপুর টিভি ডেস্ক | ১২ জুলাই ২০২৫ | ৭:৪০ অপরাহ্ণ

    রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় করা অস্ত্র মামলায় আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন ছাত্রদল নেতা তারেক রহমান রবিন। শনিবার (১২ জুলাই) বিকেলে ঢাকার মহানগর হাকিম হাসিব উল্লাহ গিয়াসের আদালতে স্বেচ্ছায় এ জবানবন্দি দেন তিনি। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। রবিন রাজধানীর চকবাজার থানার ৩০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক।

    এর আগে, ১১ জুলাই রবিনের দুদিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মহানগর হাকিম জুয়েল রানার আদালত। রিমান্ড শেষে আদালতে হাজির করা হলে স্বেচ্ছায় জবানবন্দি দেন তিনি।

    পুলিশ জানায়, ভাঙারি ব্যবসায়ীকে হত্যার ঘটনায় কোতোয়ালি থানায় দুটি মামলা হয়েছে। একটি হত্যা মামলা করেন নিহতের বোন। আর অস্ত্র মামলা করে পুলিশ। এর মধ্যে হত্যা মামলায় মাহমুদুল হাসান মহিনকে পাঁচদিন ও রবিনকে অস্ত্র মামলায় দুদিনের রিমান্ডে নেওয়া হয়।

    উল্লেখ্য, ৯ জুলাই সন্ধ্যায় রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের তিন নম্বর গেটের সামনে পাকা রাস্তার ওপর সোহাগকে এলোপাতাড়ি আঘাত করে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। খবর পেয়ে তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কোতোয়ালি থানা পুলিশ। পরে সুরতহাল শেষে মরদেহ হাসপাতাল মর্গে পাঠায়।

    নিহত সোহাগ কেরানীগঞ্জ মডেল থানার পূর্ব নামাবাড়ি গ্রামের ইউসুফ আলী হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মিটফোর্ড এলাকার ৪ নম্বর রজনী ঘোষ লেনে ভাঙারির ব্যবসা করতেন।

    এদিকে, পাথর দিয়ে প্রকাশ্যে সোহাগকে হত্যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। এতে নিন্দা জানান নেটিজেনরা।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১