• আজ বৃহস্পতিবার
    • ২রা শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৭ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২০শে মহর্‌রম ১৪৪৭ হিজরি

    ভারতে গেছেন ডিপজল

    ভারতে গেছেন ডিপজল

    গাজীপুর টিভি ডেস্ক | ১৫ জুলাই ২০২৫ | ৬:২১ অপরাহ্ণ

    মারধর ও এসিড নিক্ষেপের ঘটনায় খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে মামলা হয়েছে। সম্প্রতি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালতে মো. রাশিদা আক্তার নামে এক গার্মেন্টস কর্মী মামলার আবেদন করেন। পরে আদালত মামলাটি গ্রহণ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের নির্দেশ দেন। মামলায় ডিপজলের সহযোগী মো. ফয়সালকেও আসামি করা হয়েছে।

    তবে এই ঘটনার ব্যাখ্যা দিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের এই অভিনেতা। মামলাকারী নারী ভক্ত হিসেবে তার কাছে এসেছিলেন, সাহায্য নিয়েছেন এবং তারই প্রতিপক্ষের সঙ্গে যুক্ত হয়ে মামলা করেছেন বলে জানান ডিপজল।

    নতুন খবর হলো ঢাকাই চলচ্চিত্রের এই খল অভিনেতা এখন ভারতে। গতকাল একটি ভিডিও পোস্ট করেছেন, সেখানে দেখা যাচ্ছে স্ত্রী, কন্যা ও নাতি নাতনিদের সঙ্গে বিমানবন্দরে বসে রয়েছেন মনোয়ার হোসেন ডিপজল।

    পরে আরেকটি ভিডিও পোস্ট করেছেন। সেই ভিডিওতে লিখেছেন, আজ হাওড়া ব্রিজে আছি এখন। সেই ভিডিওতেও দেখা যাচ্ছিল গাড়ির ভেতরে রয়েছেন ডিপজল। আর সেই গাড়িটি কলকাতার হাওড়া ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে। ডিপজল ব্রিজটি সম্পর্কে কথা বলছেন।

    খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল গত নির্বাচনে আওয়ামী সরকারের হয়ে মনোনয়ন চেয়েছিলেন; কিন্তু সাড়া পাননি। সে খবর গণমাধ্যমেও প্রকাশ পায়। মনোনয়ন না পেলেও এই অভিনেতাকে দেখা গেছে আওয়ামী লীগ সরকারের নির্বাচনের প্রচারণায়। গত বছরের শেষভাগে ডিপজল বিজয় দিবস উপলক্ষে বিএনপির ব্যানারে রাজনীতির মাঠে আলোচনায় আসেন।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১