- আজ বৃহস্পতিবার
- ২রা শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
- ১৭ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ২০শে মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৬ জুলাই ২০২৫ | ৫:১৪ অপরাহ্ণ
গাজীপুরের টঙ্গীতে চিরুনি অভিযান চালিয়ে ৬৯ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আটককৃতরা বেশীর ভাগ চুরি, ছিনতাই,মাদক সহ বিভিন্ন অভিযোগে আটক হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার দুপুর পর্যন্ত এ তথ্য জানা গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শিল্প এলাকা টঙ্গীতে সম্প্রতি ছিনতাই, চুরি, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপ বেড়ে যাওয়ায় যৌথ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৬৯ জনকে আটক করা হয়েছে। টঙ্গী ও আশপাশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহম্মদ ফরিদুল ইসলাম বলেন, অভিযান চালিয়ে থানায় ৩৭ জনকে আটক করা হয়েছে। এদের বেশিরভাগই ছিনতাই, চুরি, চাঁদাবাজির অভিযোগ রয়েছে।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসকান্দার হাবিবুর রহমান বলেন, বিশেষ চিরুনি অভিযানে থানায় ২৮ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৫ জন নিয়মিত মামলার আসামি। এছাড়া অন্যরা ছিনতাইসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত।
গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, চিরুনি অভিযানে থানায় চারজনকে আটক করা হয়েছে।
গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মহিউদ্দিন আহমেদ বলেন, দুপুর পর্যন্ত বিশেষ চিরুনি অভিযানে মোট ৬৯ জনকে আটক করা হয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।