- আজ সোমবার
- ৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
- ২১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ২৩শে মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২০ জুলাই ২০২৫ | ৬:২৪ অপরাহ্ণ
তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে পাকিস্তানের বিপক্ষে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। রোববার (২০ জুলাই) সন্ধ্যা ৬টায় শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দু’দল।
বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক/উইকেট রক্ষক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
পাকিস্তান একাদশ: সালমান আগা (অধিনায়ক), সাইম আইয়ুব, ফখর জামান, মোহাম্মদ হারিস (উইকেট রক্ষক), হাসান নওয়াজ, মোহাম্মদ নওয়াজ, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, সালমান মির্জা ও আবরার আহমেদ।
উল্লেখ্য, প্রায় চার বছর পর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। সবশেষ শ্রীলঙ্কা সফরে এই ফরম্যাটে স্বাগতিকদের বিপক্ষে সিরিজ জিতেছে টাইগাররা। অপরদিকে, দীর্ঘ ৯ বছর পর পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি জিততে চাইবে লিটন কুমার দাসের দল।