• আজ শুক্রবার
    • ২১শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
    • ৪ঠা এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৩রা শাওয়াল ১৪৪৬ হিজরি

    ঋণের চাপে প্রতিবন্ধী যুবকের আত্মহত্যা

    গাজীপুর টিভি ডেস্ক | ০২ মে ২০২১ | ৭:৩৭ অপরাহ্ণ

    গাজীপুরের শ্রীপুরে ঋণের কিস্তির চাপে রুবেল মিয়া (৩৫) নামের শারীরিক প্রতিবন্ধী এক যুবক বিষপানে আত্মহত্যা করেন। এ ঘটনায় থানায় অপমৃত্যু দায়ের রুজু হয়েছে।

    শনিবার দুপুরে উপজেলার ডোমবাড়ীচালা গ্রামে বিষপান করে আত্মহত্যা করেন রুবেল মিয়া। তিনি ডোমবাড়ীচালা গ্রামের আব্দুল মোতালেবের ছেলে। রাতে বিষয়টি জানাজানি হয়।

    একটি এনজিওর জামিরদিয়া মাস্টারবাড়ী শাখার ব্যবস্থাপক রাশেদুল আলম জানান, রুবেল মিয়ার স্ত্রী সেলিনা আক্তার তাদের সমিতির সদস্য। ২০২০ সালের ১২ নভেম্বর সুফলন ঋণের আওতায় তিনি পাঁচ মাস মেয়াদি ২ হাজার টাকা সুদে ২০ হাজার টাকা ঋণ গ্রহণ করেন। যার সময়সীমা গত এপ্রিল মাসের ১০ তারিখ উত্তীর্ণ হয়েছে।

    নিহত রুবেলের স্ত্রী সেলিনা আক্তার বলেন, রুবেল শারীরিক প্রতিবন্ধী। সংসারে আরাফাত, শাহাদাত ও রুমেলা নামে তিনজন সন্তান আছে। প্রতিবন্ধী স্বামীকে নিয়ে স্ত্রী সেলিনা সংসারের হাল ধরছিলেন। কৃষিকাজকে প্রাধান্য দিয়ে দরিদ্রতার সঙ্গে যুদ্ধ করে জীবন চলছিল তাদের। বাড়ির আঙিনায় পতিত জমি চাষে টাকার সংকট পড়ায় ওই এনজিও থেকে পাঁচ মাস মেয়াদি ২০ হাজার টাকা ঋণ নেন। গত ১০ মার্চ মেয়াদ শেষ হলে ঋণ পরিশোধ করতে না পারায় উৎকণ্ঠায় ভুগছিলেন। বুধবার ওই এনজিওর মাঠকর্মী নাঈম বাড়িতে এসে ঋণের টাকার জন্য চাপ প্রয়োগ করেন। পরে রুবেল শনিবার ঋণের টাকা পরিশোধের আশ্বাস দিলে মাঠকর্মী চলে যান।

    সেলিনা আক্তার আরও বলেন, শনিবারও কোনো টাকা জোগাড় করা সম্ভব হয়নি। মাঠকর্মী আসলে তাকে কয়েক ঘণ্টা পর আসতে বলেন রুবেল। এ নিয়ে তার স্বামীর মধ্যে হতাশা তৈরি হয়েছিল। বিভিন্ন জায়গায় ঘুরেও টাকা সংগ্রহ করতে না পারায় শনিবার দুপুরে তিনি ঘরে থাকা কীটনাশক পান করেন। বাড়ির উঠানে গোঙানির শব্দ পেয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০