• আজ শনিবার
    • ১১ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২৬শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২৯শে মহর্‌রম ১৪৪৭ হিজরি

    নির্বাচনের আগে সব অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

    নির্বাচনের আগে সব অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

    গাজীপুর টিভি ডেস্ক | ২৬ জুলাই ২০২৫ | ৫:৫৪ অপরাহ্ণ

    নির্বাচনের আগে সারা দেশে অবৈধ অস্ত্র উদ্ধার এবং জুলাই গণঅভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।

    স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “এখনো সব অস্ত্র উদ্ধার হয়নি, তবে নির্বাচনের আগে এগুলো উদ্ধার করা হবে। এ কাজে রাজনৈতিক দলগুলোকে মূল ভূমিকা রাখতে হবে।” তিনি সাংবাদিকদের নিরপেক্ষভাবে তথ্য তুলে ধরার আহ্বান জানান, যা বিভ্রান্তি দূর করতে সহায়ক হবে বলে তিনি মনে করেন। তিনি আরও বলেন যে রাজনৈতিক দলগুলো ভোটের জন্য মাঠে থাকবে এবং সরকারের দায়িত্ব নিরাপত্তা নিশ্চিত করা।

    জুলাই গণঅভ্যুত্থানের মামলার বিষয়ে কথা বলতে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, অনেক মামলার তদন্ত এগিয়ে চলেছে। তবে উদ্দেশ্যমূলকভাবে অনেককে আসামি করায় তদন্তে কিছুটা বিলম্ব হচ্ছে। তিনি বলেন, “নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হচ্ছে।”

    এর আগে, সিদ্ধিরগঞ্জের আদমজী এলাকায় র‌্যাব-১১ সদর দপ্তর পরিদর্শনে যান উপদেষ্টা। সেখানে তিনি জানান, গত এক মাসে ভারত থেকে প্রায় ১৫০০ বাংলাদেশি নাগরিককে ‘পুশইন’ করা হয়েছে, যদিও সাম্প্রতিক সময়ে এই সংখ্যা কিছুটা কমেছে। তিনি স্পষ্ট করেন যে বাংলাদেশের নাগরিকদের অবশ্যই ফেরত নেওয়া হবে, তা ১০ বা ২০ বছর পর হলেও। তবে, রোহিঙ্গাদের যেভাবে ‘পুশইন’ করা হচ্ছে, তা বাংলাদেশ গ্রহণ করছে না এবং তাদের ফেরত পাঠানো হচ্ছে।

    তিনি অভিযোগ করেন যে ভারত সরকার নিয়ম মেনে নাগরিক পাঠানোর পরিবর্তে অনেক সময় নদীর পাড়ে ও জঙ্গলে তাদের ফেলে দিচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে প্রতিবাদ জানানো হয়েছে এবং তাতে কিছুটা ফলও পাওয়া যাচ্ছে বলে তিনি জানান।

    মোহাম্মদপুরে সম্প্রতি আলোচিত ছিনতাইয়ের ঘটনা প্রসঙ্গে উপদেষ্টা জানান, এই ঘটনায় চারজনকে শনাক্ত করা হয়েছে, যাদের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ছিনতাই হওয়া ফোনটিও উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, তদন্ত দল কাজ করছে এবং দোষীদের কোনো ছাড় দেওয়া হবে না। কেউ অবহেলা করলে তাকেও শাস্তির মুখে পড়তে হবে বলে তিনি সতর্ক করেন।

    এ সময় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, বাংলাদেশ পুলিশ ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ মজুমদারসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১