• আজ শনিবার
    • ১১ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২৬শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২৯শে মহর্‌রম ১৪৪৭ হিজরি

    আমরা ফেল করলেও ফাইয়াজরা দেশকে এগিয়ে নিয়ে যাবে : প্রেস সচিব

    আমরা ফেল করলেও ফাইয়াজরা দেশকে এগিয়ে নিয়ে যাবে : প্রেস সচিব

    গাজীপুর টিভি ডেস্ক | ২৬ জুলাই ২০২৫ | ৫:৫৮ অপরাহ্ণ

    প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, অন্তর্বর্তী সরকার থাকার সময় বাংলাদেশে জুলাই আন্দোলনের খুনিদের কোনো জায়গা নেই। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘আমরা ফেল করলেও ফারহান ফাইয়াজরা দেশকে এগিয়ে নিয়ে যাবে।’ আজ শনিবার (২৬ জুলাই) দুপুরে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে ফারহান ফাইয়াজসহ জুলাই যোদ্ধাদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

    প্রেস সচিব বলেন, আমরা ফেল করলেও ফারহান ফাইয়াজরা দেশকে এগিয়ে নিয়ে যাবে। জাতি পিছিয়ে নেই, জাতি এগিয়ে যাচ্ছে। আমরা ফেল করলে, আমাদের নর্দমায় ফেলে দেবে। তিনি আরও যোগ করেন, যতক্ষণ না দেশ ঠিক হবে, তরুণরা কাজ চালিয়ে যাবে।

    শফিকুল আলম জুলাই আন্দোলনকে ‘গণবিপ্লব’ হিসেবে আখ্যায়িত করে বলেন, এটা অভ্যুত্থান নয়, এটা গণবিপ্লব। এই বিপ্লব তরুণদের। এটা গোল্ডেন জেনারেশন। বাংলাদেশ ভাগ্যবান।

    শফিকুল আলম বলেন, শহীদরাই ভবিষ্যতের পথ দেখাবে। ফাইয়াজকে যারা গুলি করেছে তাদের একজনকে শনাক্ত করা হয়েছে। এখন খুনিরা অহমিকা নিয়ে কথা বলে। আমরা থাকতে খুনিদের এদেশে জায়গা নেই।

    গত বছরের ১৮ জুলাই শিক্ষার্থীদের গণ-আন্দোলনের সময় ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থী ফারহান ফাইয়াজ তৎকালীন পুলিশ বাহিনীর গুলিতে নিহত হয়ে নিজেকে দেশের জন্য উৎসর্গ করেছিলেন।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১