• আজ শনিবার
    • ১১ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২৬শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২৯শে মহর্‌রম ১৪৪৭ হিজরি

    চীনে আকস্মিক বন্যা ও ভূমিধসের শঙ্কা, ‘রেড অ্যালার্ট’ জারি

    চীনে আকস্মিক বন্যা ও ভূমিধসের শঙ্কা, ‘রেড অ্যালার্ট’ জারি

    গাজীপুর টিভি ডেস্ক | ২৬ জুলাই ২০২৫ | ৬:০০ অপরাহ্ণ

    চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশে ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকায় আকস্মিক বন্যা ও ভূতাত্ত্বিক বিপর্যয়ের ঝুঁকিতে শনিবার ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে।

    পিংলিয়াং ও কুইংইয়াংয়ের কিছু অংশে স্বল্প মেয়াদি ভারি বৃষ্টিপাতের ঝুঁকি বৃদ্ধির কথা উল্লেখ করে প্রাদেশিক পানিসম্পদ বিভাগ ও প্রাদেশিক আবহাওয়া ব্যুরো যৌথভাবে আকস্মিক বন্যার জন্য রেড অ্যালার্ট জারি করেছে। স্থানীয় সময় সকাল ৬টা ১০ মিনিটে এ রেড অ্যালার্ট জারি করা হয়।

    এরপর একই দিনে, প্রাদেশিক প্রাকৃতিক সম্পদ বিভাগ ও প্রাদেশিক আবহাওয়া ব্যুরো ওই অঞ্চলে আবহাওয়া-সৃষ্ট ভূতাত্ত্বিক বিপর্যয়ের জন্য অ্যালার্ট জারি করে।

    এ ছাড়া ভূমিধস, পাহাড়ধসের মতো বিপদের উচ্চ ঝুঁকির সতর্কতাও জারি করেছে তারা।
    প্রাদেশিক আবহাওয়া ব্যুরোর তথ্য অনুসারে, পরবর্তী ১২ ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ৮০ থেকে ১২০ মিলিমিটারের মধ্যে পৌঁছনোর সম্ভাবনা রয়েছে। এর মধ্যে সবচেয়ে তীব্র প্রতি ঘন্টা ৩৫ থেকে ৫৫ মিলিমিটারের মতো বৃষ্টিপাত হতে পারে।

    এ অঞ্চলগুলো ভারি বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যা ও ভূতাত্ত্বিক বিপর্যয়ের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

    কর্তৃপক্ষ তাৎক্ষণিক পর্যবেক্ষণ, প্রাথমিক সতর্কতা ব্যবস্থা ও উচ্চ-ঝুঁকিপূর্ণ অঞ্চল থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার তাগিদ দিয়েছে।
    উল্লেখ্য, চীনে চার স্তরের আবহাওয়া সতর্কতা ব্যবস্থা রয়েছে। এর মধ্যে রেড অ্যালার্ট সবচেয়ে গুরুতর সতর্কতা।

    সূত্র : চায়না ডেইলি

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১