- আজ শনিবার
- ১১ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
- ২৬শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ২৯শে মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৬ জুলাই ২০২৫ | ৬:১৮ অপরাহ্ণ
গাজীপুরের কালীগঞ্জ উপজেলা ও কালীগঞ্জ পৌর বিএনপির উদ্যোগে ২০২৫ইং সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সবুজ শ্যামল পরিবেশে ঘেরা উপজেলার নাগরী ইউনিয়নস্থ কালব রিসোর্টে আয়োজিত ব্যতিক্রমী এ অনুষ্ঠানে উপজেলার ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
শনিবার (২৭ জুলাই) সকালে উপজেলা বিএনপির আহবায়ক মো. হুমায়ুন কবির মাষ্টার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। সভায় স্বাগত বক্তব্য রাখেন, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক সংসদ সদস্য গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন।
সকাল ৮টা থেকেই ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী, সভাপতি ও প্রধান শিক্ষক অনুষ্ঠানস্থলে আসতে শুরু করেন। সারে ১০টায় মাইলস্টোন স্কুলে দুর্ঘটনায় নিহতদের বিদেহী আতœার মাগফিরাত কামনা করে ১ মিনিট নিরবতা পালন শেষে রাতকানা বালিকা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. আলী হোসেনের পরিচালনায় বিশেষ দোয়া পরিচালনার মধ্য দিয়ে সংবর্ধনার মুল অনুষ্ঠান শুরু হয়।
জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াছিন মোল্লা ও ঢাকা কলেজ শাখার ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক এবিএম আবু বকর সিদ্দিক এর যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফী হাবিবুল্লাহ্, কালীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক মোহাম্মদ হোসেন আরমান, জামালপুর আর এম বিদ্যাপীঠ পরিচালনা পরিষদের সভাপতি মনিরুজ্জামান খান লাভলু, চুপাইর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেনুকা ইয়াসমিন, বোয়ালী বালিকা উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী সাদিয়া আক্তার বর্ষা, তুমলিয়া বালক উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী আহমেদ ওয়ালিদ রেজা প্রমূখ।
স্বাগত বক্তব্যে জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন বলেন, উত্তরার মাইলস্টোন স্কুলের হৃদয়বিদারক ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, আমি তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। শোকসন্তোপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাই। তোমরা যারা জিপিএ-৫ পেয়ে ভাল ফলাফল করেছো তাদের দায় দায়িত্ব অনেক বেড়ে গেছে। তোমাদের নিজেকে গড়ে তুলতে হবে। এসএসসি পরীক্ষায় যে সাফল্য পেয়েছো তা যেনো সারা জীবন বজায় থাকে। তোমরা যেন হারিয়ে না যাও। মাদক, দুর্নীতি ও সন্ত্রাসকে না বলবে। বাংলাদেশ ভাল পথে যাবে না মন্দ পথে যাবে তা তোমাদের উপর নির্ভর করবে। সারা বিশ্বের সাথে তোমাদের প্রতিযোগিতা করতে হবে। তোমাদের আগামী দিনের জন্য প্রস্তুত হতে হবে। সারা বিশ্বের সাথে তোমাদের প্রতিযোগিতা করতে হবে। লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে হবে।
এ সময় অন্যান্যের মাঝে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. খায়রুল আহসান মিন্ট, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোলায়মান আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ মৃধা, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফর রহমান, জামালপুর ডিগ্রি কলেজ পরিচালনা পরিষদের সভাপতি মো. জাহাঙ্গীর কবির, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোন্তাজ উদ্দিন মাষ্টার, পৌর বিএনপির সদস্য সচিব মো. ইব্রাহিম প্রধান সহ উপজেলার ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত ১৩২জন শিক্ষার্থী, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ও স্বাগত বক্তা উপহার হিসেবে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাদের ক্রেস, মগ, সনদপত্র ও পাটের ব্যাগ প্রদান করেন।