• আজ রবিবার
    • ১২ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২৭শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২৯শে মহর্‌রম ১৪৪৭ হিজরি

    গাকৃবিতে ডিজিটাল স্কিলস ট্রেনিং প্রোগ্রামের সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠিত

    গাজীপুর টিভি ডেস্ক | ২৬ জুলাই ২০২৫ | ৬:২০ অপরাহ্ণ

    তথ্য প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গঠনে দক্ষ ও কর্মক্ষম মানবসম্পদ তৈরির লক্ষ্যকে সামনে রেখে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) এর বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে শনিবার সকাল ১১ টায় অনুষ্ঠিত হয় ‘ডিজিটাল স্কিলস ফর স্টুডেন্টস ট্রেনিং প্রোগ্রাম’-এর বর্ণাঢ্য সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইনফরমেশন টেকনোলজি বিভাগের আয়োজনে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে ‘এনহ্যান্সিং ডিজিটাল গভর্নমেন্ট অ্যান্ড ইকোনমি (ইডিজিই)’ এর ট্রেনিং প্রকল্প।

    ২০২৪ সালের জানুয়ারিতে যাত্রা শুরু করা এই আইসিটি প্রশিক্ষণ কর্মসূচির আওতায় ইতোমধ্যে ২০টি ব্যাচের মাধ্যমে গাকৃবির প্রায় ৫০০ জন দেশি-বিদেশি শিক্ষার্থী আধুনিক প্রযুক্তি, ডিজিটাল দক্ষতা ও আত্মনির্ভরতা অর্জনের প্রশিক্ষণ গ্রহণ করেছেন। আজকের এই সমাপনী অনুষ্ঠান যেন তাঁদের সেই অর্জনের গৌরবময় স্বীকৃতি। অনুষ্ঠানে সভাপতির আসন অলংকৃত করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান।

    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব, এম সাইফুল্লাহ পান্না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য প্রফেসর ড. এম. ময়নুল হক, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সাবেক সদস্য মোঃ রেজাউল করিম। অনুষ্ঠানের সূচনা হয় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে কোমলমতি শিশুদের আত্মার মাগফেরাত কামনা ও দোয়ার মধ্যদিয়ে। এরপর ট্রেনিং কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো. মইনুল হোসেইন অলিভার তাঁর বক্তব্যে প্রশিক্ষণ কার্যক্রমের লক্ষ্য, বাস্তবায়ন কৌশল এবং অর্জিত সফলতা তুলে ধরেন। এরপর প্রশিক্ষণ সম্পন্নকারী শিক্ষার্থীরা তাঁদের অনুভূতির কথা ব্যক্ত করেন। অনুভ‚তি প্রকাশের পরই প্রশিক্ষণার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেন উপাচার্য, সচিবসহ অন্যান্য অতিথিবৃন্দ। সনদ গ্রহণকালে তাঁদের চোখেমুখে ফুটে উঠেছিল গর্ব, আত্মবিশ্বাস ও ভবিষ্যতের স্বপ্ন।

    পরে প্রধান অতিথির নির্ধারিত বক্তব্যে এম সাইফুল্লাহ পান্না বলেন, “বর্তমান বৈশ্বিক বাস্তবতায় ডিজিটাল স্কিলস শুধু প্রয়োজন নয়, বরং অপরিহার্য। এই ধরনের প্রশিক্ষণ কর্মসূচি তরুণদের চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করছে।” তিনি শিক্ষার্থীদের ফ্রিল্যান্সিং ও ডিজিটাল প্ল্যাটফর্মে সক্রিয় অংশগ্রহণের আহŸান জানান এবং শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আন্তরিকভাবে। সমাপনী বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান গত ২১ জুলাইয়ের মর্মান্তিক ‘মাইলস্টোন ট্র্যাজেডি’তে নিহতদের প্রতি বিন¤্র নিবেদন করেন। পরে প্রশিক্ষণার্থীদের উদ্দেশে তিনি বলেন, “তোমরা আজ যা শিখেছ, তা যেন শুধু সনদেই সীমাবদ্ধ না থাকে। এই দক্ষতাগুলো ব্যবহার করে তোমরা নিজ নিজ অবস্থান থেকে সমাজ ও দেশের অগ্রগতিতে অবদান রাখবে এটাই আমাদের প্রত্যাশা।” বক্তব্যে উপাচার্য গাকৃবির আন্তর্জাতিক বিভিন্ন র‌্যাঙ্কিংয়ে জাতীয় পর্যায়ে দেশসেরা ও বৈশ্বিক পর্যায়ে গৌরবময় অবস্থানের কথা তুলে ধরেন। অনুষ্ঠানজুড়ে ছিল এক উৎসবমুখর পরিবেশ। পরিচালক, শিক্ষক, ট্রেইনার, কর্মকর্তা-কর্মচারী এবং প্রশিক্ষণার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানটিকে করে তোলে আরও প্রাণবন্ত ও অর্থবহ।

    উল্লেখ্য, একটি প্রযুক্তি নির্ভর অর্থনীতি গড়ার লক্ষ্যে দক্ষ জনশক্তি তৈরির মাধ্যমে ১ লক্ষ্যের অধিক কর্মসংস্থান তৈরি এবং ২০২৬ সাল নাগাদ আইসিটি খাতে রপ্তানি ৩০০ মিলিয়ন ডলারে উন্নীত করাই এ ইডিজিই প্রকল্পের উদ্দেশ্য।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১