• আজ শনিবার
    • ১১ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২৬শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২৯শে মহর্‌রম ১৪৪৭ হিজরি

    একদিনে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৩৩১

    একদিনে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৩৩১

    গাজীপুর টিভি ডেস্ক | ২৬ জুলাই ২০২৫ | ৬:৩১ অপরাহ্ণ

    সারা দেশে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন তিন জন। একই সময়ে আরও ৩৩১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার(২৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে সর্বোচ্চ ১৩২ জন রয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ৩০ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৭৩ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ২৮ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৪৭ জন, খুলনা বিভাগে ১৮ জন এবং ময়মনসিংহ বিভাগে ৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

    এদিকে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২৭৫ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট ১৭ হাজার ৬৯৩ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ১৯ হাজার ১২০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ডেঙ্গুতে মোট ৭৩ জনের মৃত্যু হয়েছে।

    উল্লেখ্য, ২০২৪ সালে মোট এক লাখ এক হাজার ২১৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন এবং ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল। এর আগে ২০২৩ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং ওই বছর এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১