• আজ শনিবার
    • ১১ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২৬শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২৯শে মহর্‌রম ১৪৪৭ হিজরি

    ছবির ক্যাপশনে ‘এমনি’ পোস্টের রহস্য জানালেন দেব

    ছবির ক্যাপশনে ‘এমনি’ পোস্টের রহস্য জানালেন দেব

    গাজীপুর টিভি ডেস্ক | ২৬ জুলাই ২০২৫ | ৬:৩৬ অপরাহ্ণ

    কাজের খবরের পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবনের নানা মুহূর্তই সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন ওপার বাংলার অভিনেতা দেব। তবে বেশিরভাগ সময়ই নিজের ছবি একটা বিশেষ ক্যাপশন দিতে দেখা যায় তাকে। আর তা হলো ‘এমনি’। তা নিয়ে মাঝে মাঝে ট্রলিংয়ের শিকার হয়েছেন তিনি, পাশাপাশি মিম তো রয়েছেই।

    এই তো কিছু দিন আগে রঘু ডাকাতের শুটিং শেষ করে যখন দাড়ি গোঁফ কামিয়ে তার নতুন লুকের ছবি সবার সামনে এনেছিলেন, তখন ওই একই ক্যাপশন দিয়েছিলেন দেব। এরপর মুহূর্তেই একটি ভিডিও ভাইরাল হয়ে যায়।

    সেই ভিডিওতে দেখা যায় দেবের বেশ কয়েকটি পোস্টের স্ক্রিনশট। প্রত্যেকটি ছবির ক্যাপশনেই লেখা রয়েছে ‘এমনি’।

    তারপর সামনে আসে ‘চ্যালেঞ্জ’ সিনেমার একটি ছোট্ট দৃশ্য। সেখানে দেবের বিপরীতে অভিনয় করেছিলেন দেবের প্রাক্তন প্রেমিকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
    May be an image of 1 person, suit, wingtip shoes and eyewear

    ‘চ্যালেঞ্জ’ ছবির ওই ছোট্ট ক্লিপিংটিতে দেখা যায়, দেবের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন শুভশ্রী। দেব যখন শুভশ্রীকে জিজ্ঞাসা করছেন, তিনি কেন বন্ধুত্ব করতে চান? উত্তরে নায়িকা বলেন ‘এমনি’।

    অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয় যে শুভশ্রীর জন্যই নাকি দেব ‘এমনি’ কথাটা ক্যাপশনে ব্যবহার করেন।
    এবার সেই ভিডিও প্রসঙ্গে সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে মুখ খুলেন দেব। নায়ককে ভাইরাল হওয়া সেই ভিডিওটি দেখানো হলে তিনি হেসে দেন। তারপর শুভশ্রীর নাম উল্লেখ না করে বরং রুক্মিণীর কথা উল্লেখ করে দেব বলেন, ‘রুক্মিণী ইংরেজিটা খুব ভালো লেখে। যখনই দেখি কোনো পোস্ট করে লম্বা লম্বা পদ্য লেখে।

    বাকিদেরও দেখি অনেক কিছু লেখে। আমি ভাবলাম এত লম্বা লম্বা লেখে মানুষ পড়ে কী করে? আমার একটা ছবি পোস্ট করার ছিল একদিন। তো আমি গুগল খুলে লিখলাম এটা আমি লিখতে চাই, তখন দেখি গুগল একটা লম্বা কবিতা দেখালো। সেটা দেখে মনে হলো, আমার সঙ্গে যাচ্ছে না। আমার চরিত্রের সঙ্গে যাচ্ছে না। তখন রুক্মিণী পাশেই ছিল। ওর সঙ্গে কথা হয়। ও জানতে চায় কী লিখতে চাও। আমি বলি ‘এমনি’ লিখতে চাই। তখন রুক্মিণী বলে, ‘তাই, তাহলে লিখে দাও।’ আমি বলি, ‘এমনি লিখে দেব?’ রুক্মিণী বলেন, ‘হ্যাঁ তাতে কী আছে?’ এই ভাবেই ‘এমনি’ কথাটা লেখা শুরু করি।’
    দেব আরো বলেন, ‘সব সময় কী এত চিন্তা ভাবনা করা যায় নাকি। এটা আমি কেন পোস্ট করছি। আমি এমনি পোস্ট করছি। দ্বিতীয়বারও একই কথা মাথায় এসেছে এত কে লিখবে। এত মাথাব্যাথা কীসের? ছবি পিছনে আকাশ না কী আছে, সেটা নিয়ে কবিতা খুঁজতে যাব, কে লিখবে এত। ‘এমনি’ দিয়েই দিয়ে দেব। তারপর আসতে আসতে ওটাই লিখতে শুরু করলাম। এবার সমস্যাটা শুরু হলো যখন আমি ‘এমনি’ লিখছি না। তখন সবাই বলতে শুরু করল ‘এমনি’ কোথায়, ‘এমনি’ কোথায়? তারপর থেকে আবার লিখতে শুরু করলাম। আমি ভাবিনি ‘এমনি’ এত হিট হবে। এমনিটা এমনি ভাবেই এসেছে।’

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১