• আজ শনিবার
    • ১১ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২৬শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২৯শে মহর্‌রম ১৪৪৭ হিজরি

    জলোচ্ছ্বাসের পানি শুকাতেই জেগে উঠছে ক্ষত

    জলোচ্ছ্বাসের পানি শুকাতেই জেগে উঠছে ক্ষত

    গাজীপুর টিভি ডেস্ক | ২৬ জুলাই ২০২৫ | ৬:৩৮ অপরাহ্ণ

    বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর উপকূলীয় উপজেলা গলাচিপার বিভিন্ন এলাকা প্লাবিত হয়। জলোচ্ছ্বাসের পানি ভাটার টানে শুকাতেই জেগে উঠছে বিভিন্ন সড়কের ক্ষতচিহ্ন।

    স্থানীয়রা জানায়, গলাচিপা-বাউফল সড়কের তেঁতুলতলা এলাকার বেড়িবাঁধের সড়ক ভেঙে এখন চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। এভাবে থাকলে আর কিছুদিনের মধ্যেই মূল সড়ক নদীগর্ভে বিলীন হয়ে যাবে বলে তাদের ধারণা।সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানান তারা।

    ডাকুয়া এলাকার আনসার খান বলেন, ‘আমরা কয়েক বছর ধরে শুনে আসছি তেঁতুলতলার এ বাঁধটি পুনর্নির্মাণ করা হবে। এ জন্য টাকাও বরাদ্দ হয়েছে। কিন্তু বাস্তবে দেখি বর্ষা এলেই জিও ব্যাগ ফেলে যায় পানি উন্নয়ন বোর্ড।

    এতে ভাঙন রোধ হয় না, সড়কও ভেঙে ছোট হয়ে যায়। আমরা জোর দাবি জানাই এ কাজটি দ্রুত করার জন্য। তা না হলে ডাকুয়া, চিকনিকান্দি, গজালিয়া, কলাগাছিয়া ও খরিজ্জমা ইউনিয়নের মানুষের একমাত্র যোগাযোগের পথটি নদীগর্ভে হারিয়ে যাবে।
    একই এলাকার আলাউদ্দিন গাজী বলেন, ‘জোয়ারের সময় বোঝা যায় না পানিতে সড়কের কী পরিমাণ ক্ষতি হয়েছে।

    জোয়ারের অতিরিক্ত পানিতে সড়কটি তলিয়ে যায়। সড়কের পাশের গাছ নদীতে ভেঙে পড়ে। এ সময় সড়কের মাটিও সরে যায়।’
    এ ব্যাপারে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, ‘বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১