- আজ রবিবার
- ১২ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
- ২৭শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ২৯শে মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৬ জুলাই ২০২৫ | ৬:৪১ অপরাহ্ণ
এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) সভাপতি ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান মোহসিন নাকভি নিশ্চিত করেছেন, ২০২৫ সালের এশিয়া কাপ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্ট শুরু হবে ৯ সেপ্টেম্বর এবং শেষ হবে ২৮ সেপ্টেম্বর।
এই আসরটি টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হবে। এতে আটটি দল অংশ নেবে।
অংশগ্রহণকারী দলগুলো হলো আফগানিস্তান, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও হংকং।
ঢাকায় বৃহস্পতিবার এসিসিরি বার্ষিক সাধারণ সভায় এশিয়া কাপের ভবিষ্যৎ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মে মাসে ভারত ও পাকিস্তানের সামরিক সংঘর্ষের পর টুর্নামেন্টের ভাগ্য কিছুটা অনিশ্চিত হয়ে পড়েছিল। তবে সভার শেষে মোহসিন নাকভি টুর্নামেন্টের তারিখ ও ভেন্যু নিশ্চিত করেন।
ভারত এবারের এশিয়া কাপের আনুষ্ঠানিক আয়োজক হলেও বিসিসিআই ও পিসিবির মধ্যে একটি চুক্তি অনুযায়ী, ভারত বা পাকিস্তানে অনুষ্ঠিত টুর্নামেন্টে অন্য দলের জন্য তিন বছর পর্যন্ত নিরপেক্ষ ভেন্যু দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে ভারত-পাকিস্তানের ম্যাচগুলো সাধারণত সংযুক্ত আরব আমিরাতে খেলা হয়।
ভারত আগের আসরে শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। যদিও এখনো ভারত ও পাকিস্তান একই গ্রুপে থাকবেন কি না, তা নিশ্চিত হয়নি।
তবে ঐতিহ্যের কারণে তা হওয়ার সম্ভাবনা প্রবল।