- আজ রবিবার
- ১২ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
- ২৭শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ৩০শে মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৭ জুলাই ২০২৫ | ৫:৫৩ অপরাহ্ণ
গাজায় ইসরায়েলি সোনবাহিনীর আরও ২ সেনা নিহত হয়েছে। এতে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ৮৯৮ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। খবর আল জাজিরার।
ইসরায়েলের সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, স্থানীয় সময় শনিবার দক্ষিণ গাজায় সংঘাতে নিহত হয়েছে তারা। টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়, তারা একটি সাঁজোয়া যানের ভেতরে ছিল। খান ইউনিসে অভিযান চালানোর সময় একটি বিস্ফোরক ডিভাইসের আঘাতে এতে বিস্ফোরণ ঘটে।
এদিকে ইসরায়েলি সেনাবাহিনী গাজার ৩টি এলাকায় প্রতিদিন নির্দিষ্ট সময়ের জন্য সামরিক অভিযান স্থগিত রাখার ঘোষণা দিয়েছে। মানবিক সহায়তা সহজতর করতেই এই ‘কৌশলগত বিরতি’ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে তারা।
রোববার (২৭ জুলাই) স্থানীয় সময় সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর হয় এবং পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত তা প্রতিদিন চালু থাকবে। যেসব এলাকায় সামরিক তৎপরতা বিরত রাখা হবে সেগুলো হলো—মুওয়াসি, দেইর আল-বালাহ এবং গাজা শহরের কিছু অংশ।
ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, খাদ্য, ওষুধসহ জরুরি সহায়তা সরবরাহে সহায়তার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ছাড়া গাজাজুড়ে নিরাপদ রুট নিশ্চিত করে ত্রাণ সরবরাহ সহজ করার প্রতিশ্রুতিও দিয়েছে তারা।