• আজ রবিবার
    • ১২ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২৭শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৩০শে মহর্‌রম ১৪৪৭ হিজরি

    মায়ামিতে যোগ দিলেন ডি পল

    মায়ামিতে যোগ দিলেন ডি পল

    গাজীপুর টিভি ডেস্ক | ২৭ জুলাই ২০২৫ | ৬:০৮ অপরাহ্ণ

    সব গুঞ্জনকে উড়িয়ে দিয়ে বিশ্বজয়ী লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিলেন আরেক আর্জেন্টাইন তারকা রদ্রিগো ডি পল। আর্জেন্টিনার জাতীয় দলের এই তারকা মিডফিল্ডার এমএলএসের ফ্লোরিডাভিত্তিক ক্লাবটিতে নাম লেখাতে যাচ্ছেন। শনিবারএক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে ইন্টার মায়ামি।

    বিশ্বজয়ী এই আর্জেন্টাইন মিডফিল্ডার (৩১ বছর বয়সী) এক বছরের জন্য ধারে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন। তবে চুক্তিতে ২০২৬ সালে তাকে স্থায়ীভাবে দলে নেয়ার সুযোগ রাখা হয়েছে বলে ক্লাবটির এক বিবৃতিতে জানানো হয়।

    মায়ামির সহ-মালিক ডেভিড বেকহ্যাম রদ্রিগো ডি পলকে দলে পেয়ে দারুণ খুশি। তিনি বলেন, ‘রদ্রিগো এমন একজন খেলোয়াড়, যার প্রতি আমার বহুদিন ধরে গভীর শ্রদ্ধা রয়েছে। সে যেই দলে খেলেছে, সেখানেই নিজের ছাপ রেখে গেছে,আর্জেন্টিনার হয়ে তো বটেই। ইন্টার মায়ামিতে তার মতো অভিজ্ঞ, আবেগী ও দুর্দান্ত খেলোয়াড়কে পেয়ে আমরা আনন্দিত।’

    এর আগে স্প্যানিশ ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদের হয়ে চার বছর খেলেছেন ডি পল। দিয়েগো সিমিওনের অধীনে ক্লাবটির হয়ে ১৮৭ ম্যাচে মাঠে নেমে ১৪টি গোল ও ২৬টি অ্যাসিস্ট করেছেন তিনি। ডি পলের বিদায় জানিয়ে অ্যাতলেটিকো মাদ্রিদ এক্সের এক পোস্টে লিখেছে, ‘রদ্রিগো ডি পলের ব্যক্তিগত ও পেশাদার জীবনের জন্য আমরা শুভকামনা জানাচ্ছি।’
    মায়ামির হয়ে ডি পল মাঝমাঠে খেলবেন সার্জিও বুসকেটস, বেঞ্জামিন ক্রেমাশ্চি এবং স্বদেশী ফেদেরিকো রেদোন্দোর সাথে। তাকে ঘিরেই মায়ামির মাঝমাঠের ভারসাম্য গড়ে তোলার পরিকল্পনা রয়েছে ক্লাবটির। এমএলএসের সর্বোচ্চ মানের মিডফিল্ডারদের একজন হিসেবে বিবেচনা করা হচ্ছে তাকে। এতে বদলে যাবে মাঝ মাঠের চিত্র। খেলায় আসবে নতুন পরিবর্তন।

    গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ডি পলের দলবদল মূল্য ধরা হয়েছে প্রায় ১৮ মিলিয়ন ডলার, যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ২০৭ কোটি ৪৬ লাখ টাকা। এমএলএসের আর্থিক কাঠামোর মধ্যে এই বিপুল অঙ্ক কীভাবে যোগান দেয়া হবে সে প্রশ্ন উঠলেও ফুটবল বিশ্লেষকরা মনে করছেন, মায়ামির জন্য এটি একটি বড় প্রাপ্তি।

    এর আগে নেইমার জুনিয়র ও কেভিন ডি ব্রুইনার মতো তারকাদের মায়ামিতে যোগ দেয়ার গুঞ্জন উঠলেও শেষ পর্যন্ত তার আর বাস্তবে রূপ নেয়নি। তবে এবার বিশ্বজয়ী অন্য তারকাকে দলে পেল মেসির মায়ামি। এতে মেসির জন্যও আনন্দের খবর। খেলায় পাবেন বাড়তি সুবিধা।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১