- আজ রবিবার
- ১৯শে শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
- ৩রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
- ৭ই সফর ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০২ আগস্ট ২০২৫ | ৬:৫৩ অপরাহ্ণ
গাজীপুর মহানগরবাসীর জন্য আরেকটি গুরুত্বপূর্ণ নাগরিক সুবিধা চালু করতে যাচ্ছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। রবিবার জিএমপির অধীন সকল থানায় চালু হচ্ছে “সকল ধরনের অনলাইন জিডি” সেবা।
পুলিশি সেবা সহজলভ্য করতে বাংলাদেশ পুলিশের চলমান উদ্যোগের অংশ হিসেবে এই কার্যক্রম গাজীপুরেও চালু হচ্ছে। এর ফলে এখন থেকে বাসায় বসেই নাগরিকেরা জিডি করতে পারবেন—চুরি, হারানো, হুমকি, প্রতারণা, ক্ষয়ক্ষতি, বিবাদ কিংবা যে কোনো ধরনের সাধারণ ডায়েরি।
এর আগে অনলাইনে কেবল হারানো ও প্রাপ্তি সংক্রান্ত জিডি করার সুযোগ ছিল। ধাপে ধাপে দেশের বিভিন্ন রেঞ্জ ও মেট্রোপলিটন এলাকায় এই সেবা বিস্তৃত করা হয়েছে। ইতোমধ্যে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম রেঞ্জ এবং সিলেট, চট্টগ্রাম, রংপুর, খুলনা, বরিশাল ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অধীন থানাগুলোতে এই সুবিধা চালু হয়েছে।
অনলাইন জিডি করতে হলে গুগল প্লে স্টোর থেকে ‘Online GD’ অ্যাপ ডাউনলোড করে একবার রেজিস্ট্রেশন করলেই হবে। একাধিকবার রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই। রেজিস্ট্রেশন বা জিডি করতে গিয়ে কোনো সমস্যায় পড়লে সহায়তা পেতে ২৪ ঘণ্টা চালু হটলাইন নম্বর ০১৩২০০০১৪২৮-এ যোগাযোগ করা যাবে।
বাংলাদেশ পুলিশ জনগণের দোরগোড়ায় দ্রুত ও সহজে পুলিশি সেবা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ—এমনটি জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর)।