• আজ সোমবার
    • ২০শে শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
    • ৪ঠা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৭ই সফর ১৪৪৭ হিজরি

    চুক্তির মেয়াদের সঙ্গে বেতনও বাড়লো সালাউদ্দিনের

    চুক্তির মেয়াদের সঙ্গে বেতনও বাড়লো সালাউদ্দিনের

    গাজীপুর টিভি ডেস্ক | ০২ আগস্ট ২০২৫ | ৭:০৭ অপরাহ্ণ

    বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে থাকা মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিনের অভিজ্ঞ এই কোচ ২০২৪ সালের শেষ দিকে জাতীয় দলের ‘সিনিয়র সহকারী কোচ’ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। এবার সে দায়িত্বই পাচ্ছেন আরও দীর্ঘ সময়ের জন্য।

    বিশ্ব ক্রিকেটের ব্যস্ত সূচির কথা মাথায় রেখে বিসিবি সালাউদ্দিনের সঙ্গে নতুন করে চুক্তির মেয়াদ বাড়িয়েছে ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত। বোর্ড সূত্রে জানা গেছে, মৌখিকভাবে সম্মতি আগেই হয়ে গিয়েছিল, বাকি ছিল কেবল আনুষ্ঠানিকতা। শেষ পর্যন্ত সে প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে।

    নতুন মেয়াদে শুধু চুক্তিই নয়, বেড়েছে সালাউদ্দিনের বেতনও। আগে তার পারিশ্রমিক ছিল মাসিক ৭-৮ লাখ টাকার মতো, নতুন চুক্তি অনুযায়ী তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১০ লাখ টাকার কাছাকাছি। বিসিবির এক পরিচালকের বরাত দিয়ে দেশের একটি গণমাধ্যম জানিয়েছে যে, সালাউদ্দিনের কাজে বিসিবি সন্তুষ্ট। তাই তাকে দীর্ঘমেয়াদে রাখতে চায়।

    সালাউদ্দিনের প্রাথমিক চুক্তি ছিল ২০২৫ সালের ১৫ মার্চ পর্যন্ত, যার আওতায় তিনি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত দলের সঙ্গে থাকতেন। নতুন চুক্তিতে সেটিই এখন বাড়িয়ে নেওয়া হলো আরও আড়াই বছরের জন্য।

    জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্সের সঙ্গেও বিসিবি একইভাবে দীর্ঘমেয়াদি পরিকল্পনায় এগিয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির পর তার চুক্তি নবায়ন করে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাড়ানো হয়েছে। ক্যারিবিয়ানদের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী এই কোচের অধীনেই টাইগাররা নতুন করে ভবিষ্যতের পরিকল্পনা সাজাচ্ছে।

    জাতীয় দলের সাম্প্রতিক উন্নতির পেছনে কোচদের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিসিবি। আর তাই আগামী তিন বছরের জন্য স্থায়িত্ব এনে দিতে কোচিং স্টাফে রাখা হচ্ছে ধারাবাহিকতা।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮২৯
    ৩০৩১