• আজ রবিবার
    • ১৯শে শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
    • ৩রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৭ই সফর ১৪৪৭ হিজরি

    যারা পেলেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার

    যারা পেলেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার

    গাজীপুর টিভি ডেস্ক | ০২ আগস্ট ২০২৫ | ৭:১২ অপরাহ্ণ

    শাহরুখ খান। তিন দশক ধরে বলিউড ইন্ডাস্ট্রিতে দাপটের সাথে অভিনয় করছেন। তিন দশকের ক্যারিয়ারে দেশ বিদেশে পেয়েছেন অনেক পুরস্কার। কিন্তু অধরা ছিল ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ৩৩ বছরের ক্যারিয়ারে অবশেষে এসেছে সেই মাহেন্দ্রক্ষণ। এক দীর্ঘ প্রতীক্ষার পর তার হাতে উঠতে চলেছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার!

    ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘জওয়ান’ সিনেমার জন্য সেরা অভিনেতার জন্য ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন তিনি। তার সঙ্গে যৌথভাবে এই পুরস্কার পাচ্ছেন ‘টুয়েলভথ ফেল’ অভিনেতা বিক্রান্ত ম্যাসি। বিক্রান্তেরও এটি প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

    শুক্রবার নয়াদিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেছে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

    এছাড়া তার ‘টুয়েলভথ ফেল’ সিনেমা পাচ্ছে সেরা সিনেমার পুরস্কার। ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পাচ্ছেন রানী মুখার্জি।

    ভারতের ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্তদের তালিকা:

    সেরা ফিচার ফিল্ম– টুয়েলভথ ফেল
    সেরা অভিনেত্রী – রানী মুখার্জি (মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে)
    সেরা অভিনেতা- শাহরুখ খান (জাওয়ান), বিক্রান্ত ম্যাসি (টুয়েলভথ ফেল)
    সেরা পরিচালক- সুদীপ্ত সেন (দ্য কেরালা স্টোরি)
    সেরা গায়িকা- শিল্পা রাও, ছালেয়া (জওয়ান)
    সেরা গায়ক- পিভিএন এস রোহিত প্রেমিসথুন্না (বেবি)
    সেরা পপুলার ফিল্ম- রকি অউর রানী কি প্রেম কাহানি
    সেরা সমাজ সচেতনতামূলক সিনেমা- সাম বাহাদুর
    সেরা বাংলা ছবি- ডিপ ফ্রিজ
    সেরা হিন্দি ছবি- কাঠাল: আ জ্যাকফ্রুট
    সেরা কোরিওগ্রাফি- ঢিন্ডোরা বাজে রে!
    সেরা লিরিকস- বালাগাম (ওরু পাল্লেতুরু)
    সেরা সংগীত পরিচালনা- ভাতি (তামিল)
    সেরা আবহ সংগীত- অ্যানিমেল
    সেরা মেকআপ- শ্রীকান্ত দেশাই (সাম বাহাদুর)
    সেরা পোশাকশিল্পী- শচীন লোভালেকর, দিব্যা গম্ভীর, নিধি গম্ভীর (সাম বাহাদুর)
    সেরা প্রোডাকশন ডিজাইন- এভরিওয়ান ইজ আ হিরো (মোহনদাস)
    সেরা সম্পাদনা- পোক্কালাম
    সেরা সাউন্ড ডিজাইন- অ্যানিমেল
    সেরা চিত্রনাট্য- বেবি (তেলুগু)
    সেরা সংলাপ- সির্ফ এক বান্দা কাফি হ্যায়
    সেরা সিনেম্যাটোগ্রাফি- দ্য কেরালা স্টোরি
    সেরা অ্যাকশন পরিচালক- হনু-মান (তেলুগু, স্টান্ট কোরিওগ্রাফি)

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮২৯
    ৩০৩১