- আজ রবিবার
- ১৯শে শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
- ৩রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
- ৭ই সফর ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৩ আগস্ট ২০২৫ | ৫:৫৮ অপরাহ্ণ
বিএনপির সাবেক ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির আহবায়ক সাবেক এমপি ফজলুল হক মিলন বলেছেন, ক্ষুদ্র স্বার্থ ও মতানৈক্যের কারণে ফ্যাসিবাদি শক্তি যেন আবার মাথাচাড়া দিয়ে না উঠতে পারে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। যে আকাঙ্খা ও প্রত্যাশা নিয়ে দেশের ছাত্র-জনতা জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিল তা পূরণ করাই হচ্ছে গণঅভ্যুত্থানের পুনর্জাগরনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।
তিনি রবিবার দুপুরে জাতীয় বিশ^বিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান পুনর্জাগরণ উপলক্ষ্যে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জাতীয় বিশ^বিদ্যালয়ের সিনেট হলে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর আমানুল্লাহ। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন গাজীপুর মহানগর বিএনপি’র সভাপতি শওকত হোসেন সরকার। আমন্ত্রিত অতিথি ছিলেন বাংলাদেশ জামায়েত ইসলামী’র গাজীপুর মহানগরীর আমীর অধ্যাপক মোহাঃ জামাল উদদীন। বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর মোঃ লুৎফর রহমান এবং ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম, বিশ্ববিদ্যালয়ের চাকরি রক্ষা কমিটির মহাসচিব মিয়া হোসেন রানা, কর্মকর্তা আলমগীর সরকার ও মিয়াজউদ্দিন।
সভাপতির বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর বলেন, দেশের দরিদ্র শ্রেণীর শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজে পড়াশোনা করে। গণঅভ্যুত্থানে এদের অবদান সবচেয়ে বেশি। এদের জন্যে মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিতে কাজ করছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
তিনি বলেন, সাধারণ মানুষের উন্নয়নের লড়াই ও বিপদ এখনো কাটেনি। তাই সবাইকে ঐক্যবদ্ধ থেকে সুশৃঙ্খলভাবে কাজ করতে হবে যাতে দেশবাসী জুলাই গণঅভ্যুত্থানের সুফল ভোগ করতে পারে।
আলোচনা সভার পূর্বে জুলাই গণঅভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫ এর অংশ হিসেবে উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণের অংশগ্রহণে একটি শোভাযাত্রা জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে।