- আজ সোমবার
- ২৭শে শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
- ১১ই আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৪ই সফর ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৭ আগস্ট ২০২৫ | ৫:৩৩ অপরাহ্ণ
নির্বাচন কমিশনকে নির্বাচন আয়োজনের বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানোর পর থেকে অন্তর্বর্তী সরকারের ‘দ্বিতীয় অধ্যায়’ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সচিবালয়ে উপদেষ্টা পরিষদের এক বৈঠকে তিনি এই কথা বলেন।
বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টা তার উদ্বোধনী ভাষণে বলেছেন যে ৫ আগস্ট অন্তর্বর্তী সরকারের ‘প্রথম অধ্যায়’ শেষ হয়েছে।
তিনি আরও বলেন, বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নির্বাচন কমিশনকে ফেব্রুয়ারি মাসে রোজার আগে নির্বাচন আয়োজনের জন্য বলা হয়েছে।
তাই আজ থেকে ‘দ্বিতীয় অধ্যায়ের’ সূচনা হয়েছে, যার মূল লক্ষ্য হলো একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন সম্পন্ন করা।