- আজ সোমবার
- ২৭শে শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
- ১১ই আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৪ই সফর ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৭ আগস্ট ২০২৫ | ৫:৩৫ অপরাহ্ণ
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, গত জুলাই মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি বেড়েছে। এটি জুন মাসের ৮.৪৮ শতাংশ থেকে বেড়ে জুলাইয়ে ৮.৫৫ শতাংশে দাঁড়িয়েছে।
খাদ্য মূল্যস্ফীতিও জুন মাসের ৭.৩৯ শতাংশ থেকে বেড়ে জুলাইয়ে ৭.৫৬ শতাংশ হয়েছে। অন্যদিকে, খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি সামান্য বেড়ে জুন মাসের ৯.৩৭ শতাংশ থেকে জুলাই মাসে ৯.৩৮ শতাংশ হয়েছে।
এছাড়াও, শহর ও গ্রামের মূল্যস্ফীতির চিত্রও ভিন্ন। জুলাই মাসে গ্রামাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৮.৫৫ শতাংশে, যেখানে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৭.৩৬ শতাংশ ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ছিল ৯.৭৩ শতাংশ। একই সময়ে, শহরের সার্বিক মূল্যস্ফীতি বেড়ে ৮.৯৫ শতাংশ হয়েছে, যার মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৮.০৪ শতাংশ এবং খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ছিল ৯.৫৫ শতাংশ।