- আজ শনিবার
- ২৫শে শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
- ৯ই আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৩ই সফর ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৯ আগস্ট ২০২৫ | ৭:০৮ অপরাহ্ণ
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। শনিবার রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
জাতীয় নির্বাচন কবে নাগাদ হতে পারে, এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, “ইলেকশন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে।”
তিনি বলেন, ভোটে কোনো বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না। এমন সুযোগ থাকবে না। কোনো ভোট বন্ধ করার আগে তদন্ত করা হবে। এবার আইনশৃঙ্খলা বাহিনী অনেক শক্তিশালী ভূমিকা পালন করবে। একটি সুন্দর ও গ্রহণযোগ্য ভোটের জন্য যা যা করা দরকার, নির্বাচন কমিশন (ইসি) তাই করবে।
এর আগে সকালে রংপুর বিভাগের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সিইসি আরও বলেন, বিগত নির্বাচন প্রক্রিয়ায় জড়িতদের যথাসম্ভব বাদ দিয়ে নতুন লোক নেওয়া হবে। ভোটে আইনশৃঙ্খলা পরিস্থিতির যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় ইসি প্রস্তুত।
তিনি জানান, নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে। প্রধান উপদেষ্টার দেওয়া সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি রক্ষায় ইসি কাজ করছে।