- আজ বুধবার
- ২৯শে শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
- ১৩ই আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৬ই সফর ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১০ আগস্ট ২০২৫ | ৬:৫৬ অপরাহ্ণ
সচিবালয়ে সরকারি কর্মচারীর নিয়ম ভঙ্গ করে যারা অন্যায়সহ ফ্যাসিবাদের হাতকে শক্তিশালী করেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ রোববার (১০ আগস্ট) সাভারে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থেকে জুলাই গণ-অভ্যুত্থানে নিহত শহীদ শাকিল হোসেনের নামে চত্বর ও শহীদ আবির আশরাফুল্লাহর নামে লাইব্রেরি উদ্বোধন করেন তিনি।
অনুষ্ঠান শেষে সচিবালয়ে সরকারি কর্মচারীদের নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, ‘যার বিরুদ্ধে অন্যায় করার অভিযোগ আছে, সরকারি বিধি যারা ভঙ্গ করেছেন, বাংলাদেশের মানুষের অধিকারকে খর্ব করে যারা ফ্যাসিবাদের হাতকে যারা শক্তিশালী করেছেন, এ কাজে যারা নিজেদের নিয়োজিত করেছেন, অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। অনেক অফিসে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সামনে এটা আরও দৃশ্যমান দেখবেন। আমরা এটা করছি, কিন্তু আমরা কারো প্রতি অন্যায় করছি না। আমরা নির্দিষ্ট অভিযোগ পেলেই আমরা এ কাজগুলো করছি।’
ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে জানিয়ে প্রেস সচিব বলেন, ‘আমরা আশা করছি খুবই ভালো নির্বাচন হবে। এ নিয়ে অনেকগুলো মিটিং হয়েছে। কালকেও প্রধান উপদেষ্টা এ নিয়ে মিটিং করেছেন। ওইখানে একটা বড় বিষয়ে আলাপ হয়েছে। যারা নির্বাচনে কেন্দ্রগুলো নিরাপত্তা দেবে তাদের জন্য বডি ক্যামেরা রাখার জন্য কথা হয়েছে। পুলিশ অফিসার যারা থাকবেন, তাদের প্রত্যেকের বুকের মধ্যে ক্যামেরা রাখলে আশপাশের সবকিছুর বিষয়ে জানা যাবে। আমরা আশা করছি নির্বাচন যত কাছে আসবে আমাদের প্রস্তুতি আরও বাড়বে এবং পুরো জাতি যে ভালো একটি নির্বাচনের আশায় আছে সেটি পাবে।’
জুলাই বিপ্লব স্বরণে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পক্ষকালব্যাপী অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবদুর রবের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অ্যাকটিভিস্ট ও শীর্ষ জুলাই যোদ্ধা আবু সাদিক কায়েম।