- আজ শুক্রবার
- ৫ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ১৮ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৭ই শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১১ মে ২০২১ | ৯:৪১ পূর্বাহ্ণ
পবিত্র আল আকসা মসজিদে মুসল্লিদের উপর হামলা ও জেরুজালেমে রকেট হামলার পর এবার ফিলিস্তিনের গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এতে ৯ শিশুসহ অন্তত ২০ ফিলিস্তিনি নিহত এবং ৬৫ জন আহত হওয়ার খবর পাওয়া গছে।
ইসরায়েল বাহিনী বিমান হামলা চালানোর কথা স্বীকার করেছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ খবর নিশ্চিত করেছে বলে পার্সটুডে এক প্রতিবেদনে জানায়।
এদিকে, সোমবার ভোরে আবারও ইসরায়েলি বাহিনী আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে ফিলিস্তিনি মুসল্লিদের ওপর রাবার বুলেট, কাঁদানে গ্যাসের শেল ও বোমা ছুড়েছে। এতে শতাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে আল-জাজিরার খবরে বলা হয়।