- আজ শনিবার
- ২২শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
- ৫ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ৪ঠা শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৯ মে ২০২১ | ৯:৫৬ পূর্বাহ্ণ
ভারতের আইপিএল স্থগিত হওয়ার পর দেশে ফিরে কোয়ারেন্টাইনে থাকতে হয়েছে। কথা ছিল দুই সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকার। তবে ১৪ দিন পুরো হওয়ার ২ দিন আগে সোমবার রাতে সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মৌখিক অনুমতি পেয়েই যথাক্রমে গুলশানের ফোর পয়েন্টস বাই শেরাটন এবং সোনারগাঁ প্যান প্যাসিফিক ছেড়ে নিজনিজ বাসায় চলে যান সাকিব ও মোস্তাফিজ।
আজ বিকেল ৪টার দিকে টাইগারদের আনুষ্ঠানিক অনুশীলন শুরুর দিন ঠিক শেরে বাংলায় এসে হাজির সাকিব ও মোস্তাফিজ। তাই ধরেই নেয়া হচ্ছে ৬ মে দেশে ফেরার ১২ দিন পর কোয়ারেন্টাইনমুক্ত হয়ে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক অনুমতি নিয়েই দু’দিন আগে জাতীয় দলের অনুশীলনে সাকিব ও মোস্তাফিজ।
এদিকে বিকেল থেকে রাজধানী ও তার আশপাশে প্রচন্ড বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টির অঝোর ধারা পড়েছে হোম অব ক্রিকেটের আশপাশেও। মুষলধারে বৃষ্টি হওয়ায় শেরে বাংলার মাঠে রীতিমত পানি জমে গিয়েছিল। বৃষ্টির তোড়ে ভেসে গেছে আজকের নির্ধারিত অনুশীলন। তবে সাকিব ও মোস্তাফিজকে দেখা গেছে ক্রিকেটারদের সাথে।
টিম লিডার খালেদ মাহমুদ সুজন বলেন, কাল ১৯ মে বুধবার সকালের প্র্যাকটিস সেশনে থাকবে সাকিব ও মোস্তাফিজ। আজকে তারা রিপোর্ট করেছে। আগামীকাল থেকে পুরোদস্তুর অনুশীলন করবে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |