- আজ শুক্রবার
- ৯ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
- ২৩শে মে ২০২৫ খ্রিস্টাব্দ
- ২৩শে জিলকদ ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৩ মে ২০২১ | ৯:০৮ পূর্বাহ্ণ
জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনের দ্বিতীয় করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। যদিও এক দিন আগে করানো পরীক্ষায় পজিটিভ ফল পান তিনি।
কিছুদিন আগে শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দলের টিম লিডালের দায়িত্বে ছিলেন বিসিবির অন্যতম পরিচালক সুজন। একই প্রতিপক্ষের বিপক্ষে রবিবার ঘরের মাঠে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও তার টিম লিডারের দায়িত্বে থাকার কথা ছিল।
কিন্তু কিছুদিন ধরে অসুস্থ বোধ করায় বাসাতেই আইসোলেশনে ছিলেন তিনি। ঈদের ছুটের পর দলের অনুশীলনেও দেখা যায়নি তাকে। দুই দিন আগে করোনা পরীক্ষা করালে শুক্রবার পজিটিভ ফল আসে সুজনের। নিশ্চিত হতে সেদিনই ফের নমুনা দেন। শনিবার যার ফল নেগেটিভ এসেছে। তবে শ্রীলঙ্কা সিরিজে দলের সঙ্গে তার যোগ দেওয়ার সম্ভাবনা নেই বলে জানা গেছে।