• আজ মঙ্গলবার
    • ২রা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৫ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৪ই শাওয়াল ১৪৪৬ হিজরি

    চিড়িয়াখানায় বেড়েছে প্রজনন, বিক্রি হবে হরিণ-ময়ূর

    গাজীপুর টিভি ডেস্ক | ২৮ মে ২০২১ | ১১:৪৪ অপরাহ্ণ

    করোনা মহামারীতে দীর্ঘদিন দর্শনার্থীর প্রবেশ বন্ধ বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায়। তাই যেন বন্য পরিবেশ ফিরে পেয়েছে এখানকার পশুপাখি। বাচ্চা দিয়েছে হরিণ, জেব্রা, ময়ূরসহ আরও অনেক পশুপাখি। ধারণক্ষমতার অধিক এই প্রাণিগুলো সরকারিভাবে বিক্রির ঘোষণা দিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। বন বিভাগের অনুমতিতে পশু লালন-পালনের আবেদন করছেন অনেকে।

    দেশের জাতীয় চিড়িয়াখানার এমন পরিবেশে কিছুটা নিজের মতো করে বিচরণের সুযোগ পেয়েছে ছোট-বড় খাচায় বন্দি বুনো প্রাণিরা।

    চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে, কোলাহলহীন পরিবেশে আতংকে নেই কোন প্রাণি। খুঁজে পেয়েছে নিজেদের বুনো আবাস। তাই বেড়েছে প্রজনন ক্ষমতাও।

    অতিরিক্ত ছানার জন্মে হারিয়েছে ধারণ ক্ষমতাও। তাই হরিণ আর ময়ূর বিক্রির ঘোষণা। এতে সাড়াও মিলেছে আশানুরূপ। আবেদন পড়েছে ২০টি।

    আগ্রহীদের প্রতি জোড়া হরিণ ১ লাখ ৪০ হাজার টাকা আর ময়ূর প্রতি জোড়া কিনতে হবে ৫০ হাজার টাকায়।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০