- আজ শুক্রবার
- ৫ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ১৮ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৭ই শাওয়াল ১৪৪৬ হিজরি
| ২৬ জুন ২০২১ | ৮:০৫ অপরাহ্ণ
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সোমবার থেকে শুরু হতে যাওয়া কঠোর লকডাউন বাস্তবায়নে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন করার কথা জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
তবে এখনও দাফতরিক কোনো নির্দেশনা আসেনি বলে জানিয়েছে সেনাবাহিনী ও বিজিবি। তবে নির্দেশনা পেলেই মাঠে নামতে প্রস্তুত রয়েছে সংস্থা দুটি।
বাংলাদেশ বর্ডার গার্ডের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল সাইদুর রহমান গণমাধ্যমকে বলেন, আমরা সপ্তাহের সাত দিন ২৪ ঘণ্টাই প্রস্তুত রয়েছি। তবে অফিসিয়াল কোনো নির্দেশনা আসেনি। নির্দেশনা এলে আমাদের যেভাবে কাজ করতে বলা হবে আমরা সেভাবেই কাজ করতে প্রস্তুত আছি।
একই কথা জানান বাংলাদেশ সেনাবাহিনীর মুখপাত্র আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর-আইএসপিআর-এর সহকারী পরিচালক মো. রাশেদুল হক। তিনি বলেন, আমরা এখনও অফিসিয়ালি কোনো আদেশ পাইনি। আদেশ পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেবে সেনাবাহিনী।