• আজ শনিবার
    • ১৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৬ই সফর ১৪৪৭ হিজরি

    নারী অধিকার কর্মীকে মুক্তি দিল সৌদি আরব

    | ২৮ জুন ২০২১ | ১০:০৬ পূর্বাহ্ণ

    সাজা শেষ হওয়ায় দুই বিখ্যাত মানবাধিকারকর্মী সমার বাদাভি এবং নাসিমা আল-সাদাহ রোববার  মুক্তি দিয়েছে সৌদি আরব। প্রায় তিন বছর তারা বন্দি ছিলেন।

    একটি মানবাধিকার গোষ্ঠী তাদের মুক্তির খবর নিশ্চিত করেছে বলে আল-জাজিরা রোববার এক প্রতিবেদনে জানিয়েছে।

    সৌদি আরবের মানবাধিকার নিয়ে কাজ করছে লন্ডনভিত্তিক সংগঠন এএলকিউএসটি। তারা রোববার এক টুইট বার্তায় খবরটি নিশ্চিত করেছেন।

    ২০১৮ সাল থেকে শান্তিকামী মানবাধিকারকর্মীদের বিরুদ্ধে অভিযান শুরু করে সৌদি আরব। ওই বছরের আগস্টে এই দুজন নারী অধিকারকর্মীকে গ্রেফতার করে সাজা দেওয়া হয়। তারপর থেকে তারা বন্দি ছিলেন।

    সেসময় তাদের মতো আরও কয়েক ডজন অধিকার কর্মীকে গ্রেফতার করা হয়। তাদের অধিকাংশকে এখনো কারাবন্দি করে রাখা হয়েছে বলে জানা গেছে। তারা নারীর গাড়ি চালানো ও পুরুষ অভিভাবকদের আধিপত্যের অবসানের মতো মানবাধিকার ইস্যুগুলো নিয়ে এসব মানবাধিকার কর্মীরা সরব হয়েছিলেন।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮২৯
    ৩০৩১