- আজ শুক্রবার
- ৫ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ১৮ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৭ই শাওয়াল ১৪৪৬ হিজরি
| ০৪ জুলাই ২০২১ | ১০:৫৮ পূর্বাহ্ণ
সার্ভার জটিলতা কাটিয়ে অবশেষে শুরু হয়েছে প্রবাসীদের জন্য করোনার টিকা নিবন্ধন কার্যক্রম। এতে বর্তমানে অগ্রাধিকার পাচ্ছেন কুয়েত ও সৌদি প্রবাসীরা। কাজটি শুরু হওয়ায় প্রবাসীদের মধ্যে স্বস্তি বিরাজ করছে।
শনিবার সকালে শুরু হয় প্রবাসীদের জন্য নির্ধারিত এ কার্যক্রম। যেসব প্রবাসীর জাতীয় পরিচয়পত্র নেই তাদের প্রাথমিক রেজিস্ট্রেশন করা হয় জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে (বিএমইটি)। এতে একজনের ব্যয় হচ্ছে ২০৫ টাকা। যাদের জাতীয় পরিচয়পত্র আছে তাদের রেজিস্ট্রেশন লাগছে না। ‘আমি প্রবাসী’ বা ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে পারছেন তারা।
কিন্তু বর্তমানে নতুন একটি সমস্যা হচ্ছে। অনলাইনে সার্ভার বা অ্যাপের মাধ্যমে কিভাবে নিবন্ধন করতে হয় সে বিষয়ে প্রবাসীদের অনেকেরই ধারণা নেই, তারা জানেন না। আর এই সমস্যা নিয়েও অনেকে ভিড় করছেন।
প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সারওয়ার আলম বলেন, গতকাল (শুক্রবার) সার্ভের সমস্যার কারণে নিবন্ধন কার্যক্রম বন্ধ ছিল। (শনিবার) এখন পর্যন্ত কার্যক্রম চলমান আছে। এই নিবন্ধন কিন্তু অ্যাপের মাধ্যমে ঘরে বসেও করা যায়।
এই মুহূর্তে আমরা সৌদি আরব এবং কুয়েতগামী যারা আছেন তাদের প্রাধান্য দিচ্ছি। এর পরপরই অন্যান্য দেশে যারা থাকেন তাদের জন্য কার্যক্রম শুরু হবে। পরে বিজ্ঞপ্তি দিয়ে অন্য দেশের প্রবাসীদের নিবন্ধন শুরু হবে।