- আজ শনিবার
- ৬ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ১৯শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি
| ০৬ জুলাই ২০২১ | ১২:১৯ অপরাহ্ণ
ভারতে করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমণ দুটোই কমছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৫৫৩ জনের। এ সময়ের মধ্যে করোনাক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৭০৩ জন।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায় হিন্দুস্তান টাইমস।
খবরে বলা হয়, ধীরে ধীরে কমছে করোনার প্রকোপ। এর আগে ১৮ মার্চ ৩৫ হাজার ৭৮১ জন করোনাক্রান্ত হয়েছিলেন। মঙ্গলবার করোনাক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৭০৩ জন, যা ১৮ মার্চের পর থেকে সর্বনিম্ন দৈনিক সংক্রমণ।
মঙ্গলবার পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৪০ লাখ ৮৪১ জন, আক্রান্ত হয়েছেন ১৮ কোটি ৪৯ লাখ মানুষ।